নয়াদিল্লি: প্রতিরক্ষামন্ত্রক থেকে চুরি গিয়েছে রাফালের গুরুতিবপূর্ণ নথি। সুপ্রিম কোর্টে বুধবার অ্যাডভোকেট জেনারেল কে বেণুগোপাল জানিয়েছেন এই কথা।
তিনি বলেছেন, সেই চোরাই নথি হাতে নিয়ে রাপাল নিয়ে শীর্ষ আদালতের রায়কে চ্যালেঞ্জ করা হচ্ছে। সেইসব নথি গোপনীয় বলে আলাদাভাবে চিহ্নিত করা ছিল। এতে সরকারি কর্মচারীরা জড়িত থাকতে পারেন। এটা সরকারি গোপনীয়তা আইন ভঙ্গ ও আদালত অবমাননার সামিল। এদিন রাফাল নিয়ে সুপ্রিম কোর্টের ১৪ ডিসেম্বরের রায় পুনর্বিবেচনার আর্জিতে একাধিক আবেদন নিয়ে এদিন সুপ্রিম কোর্ট শুনানি শুরু করেছে। সুপ্রিম কোর্ট রাফাল চুক্তি নেয় তদন্তের আবেদন খারিজ করে দিয়েছিল।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি সঞ্জয় কল এবং বিচারপতি কে এম যোশেফের বেঞ্চ এই আর্জি শুনছে। এই চুরি নিয়ে তদন্ত চলছে বলে জানান বেণুগোপাল। চুরির ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন প্রধান বিচারপতি।