নয়াদিল্লি: রাফাল সংক্রান্ত অডিট রিপোর্ট প্রকাশ করা যাবে না। কারণ এখনও অডিট রিপোর্ট চূড়ান্ত হয়নি। তাছাড়া, কোন ধাপে রয়েছে সেটা প্রকাশ করলেও সংসদীয় নিয়ম ভাঙ্গা হবে। একটি আরটিআইয়ের জবাবে এমনটাই জানাল ক্যাগ। পুণের সমাজকর্মী বিহার দুরভে, রাফাল চুক্তির অডিট রিপোর্ট জানতে চেয়ে মামলা করেন। সেই চিঠির প্রত্যুত্তরে আরও জানানো হয়, অডিট রিপোর্ট প্রস্তুতের কাজ চলছে।
আরটি আইনের ৮(১)(সি) ধারা মেনেই তথ্য প্রকাশ অস্বীকার করা হয়েছে। আরটিআইয়ের এই ধারাতে সংসদীয় বিচার্য বিষয়সমূহ প্রকাশ্যে আনা থেকে ছাড় দেওয়া হয়েছে। সম্প্রতি, রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়ে আদালত নিয়ন্ত্রিত তদন্তের আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস কে কল এবং কে এম যোশেফের বেঞ্চ জানায়, ব্যক্তিদের অনুমান ও ধারণার ওপর কোর্ট নির্ভর করে না। এতে আদালতের হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই। জেট কেনায় কোনও বাণিজ্যিক সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে বলা তাঁরা মনে করেন না।