পুজোর আগেই বায়ুসেনার হাতে আসছে রাফাল যুদ্ধবিমান

নয়াদিল্লি: সব ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরে প্রথমে রাফাল যুদ্ধবিমান হাতে পেতে পারে ভারতীয় বায়ুসেনা৷ কিন্তু চুক্তি অনুযায়ী ৩৬টি রাফাল বিমান হাতে পেতে কমবেশি ১০ বছর অপেক্ষা করতে হবে তাদের৷ এরপর আরও ১১৪টি নতুন রাফাল বিমান কেনার জন্য তোড়জোড় শুরু করেছে বায়ুসেনা৷ সূত্রের খবর, রাখালের হাতে পেতে দেরি হওয়ায় পুরানো বিমানগুলি এখনই বাতিল করতে পারছে না

পুজোর আগেই বায়ুসেনার হাতে আসছে রাফাল যুদ্ধবিমান

নয়াদিল্লি: সব ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরে প্রথমে রাফাল যুদ্ধবিমান হাতে পেতে পারে ভারতীয় বায়ুসেনা৷ কিন্তু চুক্তি অনুযায়ী ৩৬টি রাফাল বিমান হাতে পেতে কমবেশি ১০ বছর অপেক্ষা করতে হবে তাদের৷ এরপর আরও ১১৪টি নতুন রাফাল বিমান কেনার জন্য তোড়জোড় শুরু করেছে বায়ুসেনা৷

সূত্রের খবর, রাখালের হাতে পেতে দেরি হওয়ায় পুরানো বিমানগুলি এখনই বাতিল করতে পারছে না তারা৷ এখন ধাপে ধাপে তা করা হচ্ছে৷ ফলে গোটা প্রক্রিয়াটি দেরি হচ্ছে৷ তবে এবার আর তার পুনরাবৃত্তি চাইছে না বায়ুসেনা৷ যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থা ও দেশগুলির সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা শুরু হয়েছে৷ মোটামুটি ভাবে এর জন্য ১৫০০ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে৷

রাফাল চুক্তি প্রসঙ্গে বায়ুসেনা জানিয়েছিল, তাদের প্রয়োজন ১৬২ যুদ্ধবিমান প্রয়োজন৷ কিন্তু রয়েছে মাত্র ৩৬টি বিমান কেনার চুক্তি করেছিল কেন্দ্র সরকার৷ এর মধ্যেই বিমানগুলিতে ধাপে ধাপে বাতিল করার প্রক্রিয়াও শুরু করে দিয়েছে৷ ফলে বায়ু সেনার হাতে যুদ্ধবিমানের ঘাটতি দেখা দিয়েছে৷ যাতে ক্ষতি পূরণ করা যায়, তা নিশ্চিত করতে নতুন যুদ্ধবিমান প্রয়োজন দাবি করেছে বাড়ির কর্তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − seven =