ভারত-চিন যুদ্ধের আবহে ভারতীয় সেনায় অভিষেক রাফাল যুদ্ধবিমান

ভারত-চিন যুদ্ধের আবহে ভারতীয় সেনায় অভিষেক রাফাল যুদ্ধবিমান

b99c3b371b7b75b5ef6557deb6c911d5

নয়াদিল্লি: রীতি মেনে জলকামানের স্যালুটের মাধ্যমে ভারতীয় বায়ুসেনায় আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হল রাফাল যুদ্ধবিমান। আজ অম্বালা এয়ারবেসে সকাল ১০.৪৫ মিনিট নাগাদ বায়ুসেনার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হল রাফালকে। এর আগে, প্রথামিক সর্বধর্ম পুজো হয় যুদ্ধবিমানের। আর এর মাধ্যমেই ভারতীয় বায়ুসেনায় এক ইতিহাসের রচনা হল৷

পাঁচটি রাফাল যুদ্ধবিমান ফ্রান্স থেকে জুলাই মাসে এলেও সেগুলি এতদিন বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয়নি৷ আজ আনুষ্ঠানিকভাবে অম্বালা বিমানঘাঁটিতে বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয়৷ রাফালের জন্য নতুন করে বায়ুসেনার ১৭ নম্বর স্কোয়াড্রনকে ‘গোল্ডেন স্কোয়াড্রন’ গঠন করা হয়েছে৷ এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরঁস পার্লি৷ আজ সকালেই ভারতে পৌঁছন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরঁস পার্লি৷ দিল্লিতে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়৷

ভারতের তরফে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া এবং প্রতিরক্ষা সচিব অজয় কুমার ও ডিআরডিও চেয়ারম্যান সতীশ রেড্ডি সহ প্রতিরক্ষা মন্ত্রক ও সশস্ত্র বাহিনীর শীর্ষ পদাধিকারীরা৷ অন্যদিকে ছিলেন ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইম্যানুয়েল লেনেঁ, ফরাসি বায়ুসেনার উপ-প্রধান এয়ার জেনারেল এরিক উতুলে সহ শীর্ষ আধিকারিকরা। এর পাশাপাশি ছিলেন রাফাল নির্মাণকারী সংস্থা দাসোল এভিয়েশনের সিইও তথা চেয়ারম্যান এরিক ত্রাপিয়ে, ক্ষেপণান্ত্র নির্মাতা এমবিডিএ-র সিইও এরিক বেরঁজে সহ ফরাসি প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত একাধিক কর্তা।

দু’দেশের প্রতিরক্ষামন্ত্রী অম্বালা এয়ারবেসে পৌঁছনোর পর রাফাল যুদ্ধবিমানের আনুষ্ঠানিক আবরণ উন্মোচন হয়। সেখানেই যুদ্ধবিমান ও বাহিনীর মঙ্গলকামনায় সর্বধর্ম পুজো করা হয়। এরপর এয়ারফিল্ডে পৌঁছে রাফালকে আনুষ্ঠানিকভাবে বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয়। জলকামানের মাধ্যমে রাফালকে সামরিক স্যালুট প্রদান করা হয়।  তারপর রাফাল ও তেজস যুদ্ধবিমান আকাশে কসরত দেখায়। কসরত দেখায় সরং অ্যারোবেটিক টিমও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *