নয়াদিল্লি: রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়ে এফআইআর দায়ের অথবা সিবিআইকে দিয়ে তদন্ত করানোর কোনও প্রশ্নই নেই। লিখিত জবাবে সুপ্রিম কোর্টকে এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার।
এই ধরনের ‘স্পর্শকাতর’ বিষয়ে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজনীয়তা নেই বলে আগেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালতের সেই সিদ্ধান্তকে হাতিয়ার করেই কেন্দ্র নিজের স্বপক্ষে যুক্তি দিয়েছে। গত বছর ১৪ ডিসেম্বর রাফাল মামলায় কেন্দ্রকে ক্লিনচিট দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু, আদালতের সেই রায় পর্যালোচনার আর্জি জানিয়ে রিভিউ পিটিশন দায়ের করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা, অরুণ শৌরি এবং আইনজীবী প্রশান্ত ভূষণ। পাল্টা কেন্দ্রীয় সরকার ওই পিটিশন খারিজের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়।