গত সরকারের তুলনায় কম দামে কেনা হচ্ছে রাফাল, জানাল সিএজি

নয়াদিল্লি : মোদি সরকারের দাবিমতো ৯ শতাংশ নয়, ২.৮ শতাংশ কম দরে রাফাল কেনা হচ্ছে ফ্রান্সের সঙ্গে চুক্তিতে। বুধবার রাজ্যসভায় পেশ করা সিএজি রিপোর্টে এমনটাই বলা হয়েছে। তাছাড়া, অপ্রয়োজনীয়ভাবে ভারতের জন্য আলাদাভাবে দর বাড়ানো হয়েছে বলেও মন্তব্য করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, নতুন চুক্তিতে ১৭.০৮ শতাংশ টাকা বাঁচাতে পেরেছে।তবে এই সিএজি রিপোর্টে দরদাম নিয়ে কোনও

19427c96b98f8723134e25ef711f83c6

গত সরকারের তুলনায় কম দামে কেনা হচ্ছে রাফাল, জানাল সিএজি

নয়াদিল্লি : মোদি সরকারের দাবিমতো ৯ শতাংশ নয়, ২.৮ শতাংশ কম দরে রাফাল কেনা হচ্ছে ফ্রান্সের সঙ্গে চুক্তিতে। বুধবার রাজ্যসভায় পেশ করা সিএজি রিপোর্টে এমনটাই বলা হয়েছে। তাছাড়া, অপ্রয়োজনীয়ভাবে ভারতের জন্য আলাদাভাবে দর বাড়ানো হয়েছে বলেও মন্তব্য করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, নতুন চুক্তিতে ১৭.০৮ শতাংশ টাকা বাঁচাতে পেরেছে।তবে এই সিএজি রিপোর্টে দরদাম নিয়ে কোনও কথা নেই। এই রিপোর্ট পেশের আগেই কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল তা নস্যাৎ করে দিয়েছে। তাদের কথা, রাফাল চুক্তির সময় যিনি কেন্দ্রীয় অর্থসচিব ছিলেন, সেই রাজীব মেহঋষিই এখন সিএজি। ফলে এই রিপোর্ট আদৌ বিশ্বাসযোগ্য নয়। নতুন চুক্তিতে ১৭.০৮ শতাংশ টাকা বাঁচাতে পেরেছে। অন্যদিকে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির কথায়, সুপ্রিম কোর্ট ভুল, সিএজি ভুল এবং একমাত্র কংগ্রেস ঠিক, এটা হতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *