কলকাতা: প্রতিরক্ষা মন্ত্রক থেকে রাফাল নথি চুরি নিয়ে তীব্র প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন হিন্দিতে একটি ট্যুইট করে এবিষয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। মমতার ট্যুইট, ‘প্রতিরক্ষা মন্ত্রক থেকে নথি চুরি যাচ্ছে! দেশে কী তামাশা চলছে। সরকার এবিষয়ে কী বলবে? এখানে ছুপা রুস্তমটাই বা কে? একটু অপেক্ষা করুন। লোকসভা নির্বাচনেই সব ফয়সলা হয়ে যাবে।’
ये देश में क्या तमाशा चल रहा है,
खुद रक्षा मंत्रालय से चुरा लिया है,
ये तो देश के लिए बहुत खतरे की बात है,
इस के बारे में सरकार क्या कहेगी?
यहाँ छुपा रुस्तम कौन है?
इसकी जांच होनी चाहिए,
इंतज़ार कीजिये, जल्द ही चुनाव में फैसला होगा— Mamata Banerjee (@MamataOfficial) March 7, 2019
রাফাল মামলার শুনানিতে গতকাল কেন্দ্র সুপ্রিম কোর্টে জানায়, রাফাল মামলা সংক্রান্ত নথি চুরি গিয়েছে। ইতিমধ্যে তার তদন্তও শুরু হয়েছে বলেও জানানো হয়েছে। সুপ্রিম কোর্টে বুধবার অ্যাডভোকেট জেনারেল কে বেণুগোপাল বলেছেন, সেই চোরাই নথি হাতে নিয়ে রাপাল নিয়ে শীর্ষ আদালতের রায়কে চ্যালেঞ্জ করা হচ্ছে। সেইসব নথি গোপনীয় বলে আলাদাভাবে চিহ্নিত করা ছিল। এতে সরকারি কর্মচারীরা জড়িত থাকতে পারেন। এটা সরকারি গোপনীয়তা আইন ভঙ্গ ও আদালত অবমাননার সামিল। এদিন রাফাল নিয়ে সুপ্রিম কোর্টের ১৪ ডিসেম্বরের রায় পুনর্বিবেচনার আর্জিতে একাধিক আবেদন নিয়ে এদিন সুপ্রিম কোর্ট শুনানি শুরু করেছে। সুপ্রিম কোর্ট রাফাল চুক্তি নেয় তদন্তের আবেদন খারিজ করে দিয়েছিল। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি সঞ্জয় কল এবং বিচারপতি কে এম যোশেফের বেঞ্চ এই আর্জি শুনছে। এই চুরি নিয়ে তদন্ত চলছে বলে জানান বেণুগোপাল। চুরির ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন প্রধান বিচারপতি।