‘তু করোনা হ্যায়’, রাজধানীতে বর্ণবাদের শিকার ইউটিউবার কার্ল রক

‘তু করোনা হ্যায়’, রাজধানীতে বর্ণবাদের শিকার ইউটিউবার কার্ল রক

 

নয়াদিল্লি: নিজের পাকা চাকরি ছেড়ে ভারতে এসেছিলেন তিনি৷ চেয়েছিলেন অনবদ্য ভারতের রূপ আরও বেশি করে মানুষের দরবারে পৌঁছে দিতে৷ দেখাতে চেয়েছিলেন ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’৷ কিন্তু দিল্লির চাঁদনি চৌকে এসে হোঁচট খেল তাঁর সফর৷ বর্ণবাদী এক শ্রমিকের হাত অপমানিত হতে হল ইউটিউবার কার্ল রককে৷ 

আরও পড়ুন- থ্রি ডি মডেলে সমাবর্তন, প্রযুক্তির কামাল দেখালেন বম্বে আইআইটি ২০ পড়ুয়া

 

ইউটিউবে প্রায় ৯ লক্ষ সাবস্ক্রাইবার আছে তাঁর৷ ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল ঘুরে অসাধারণ সব ভিডিয়ো পোস্ট করেন কার্ল রক৷ তিনি হিন্দিভাষী বিদেশী৷ ভারতের পরতে পরতে  ছড়িয়ে থাকা সমৃদ্ধ সংস্কৃতি আর মিথের সঙ্গে তাঁর শ্রোতাদের পরিচয় করয়ে দিন তিনি৷ আলাপ করিয়ে দেন চলার পথে দেখা হওয়া বিনম্র সব মানুষদের সঙ্গে৷ তাঁর সর্বশেষ ভিডিয়ো ‘হাউ টু শপ অ্যাট অ্যান ইন্ডিয়ান স্পাইস মার্কেট’-ও ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়ে যায়৷ কিন্তু ওই ভিডিয়োতেই বর্ণবিদ্বেষের স্বীকার হতে দেখা যায় কার্ল রককে৷ রীতিমতো অপমানজনক কথা বলা হয় তাঁকে৷ ভিডিয়োতে ওই শ্রমিককে বলতে শোনা যায়, ‘‘আপনি করোনা ছড়াচ্ছেন৷ আপনি আস্ত একটা করোনা৷’’ হিন্দিতে গালমন্দ করতেও শোনা গিয়েছে৷ কার্লকে দেশ ছেড়ে চলে যেতেও বলেন ওই শ্রমিক৷ 

ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে ইউটিউবার কার্লের ওই ভিডিয়ো৷ চাঁদনি চৌকের ওই শ্রমিকের কথায় লজ্জিত দেশের মানুষ৷ যে অসম্মান ও অপমান তাঁকে সহ্য করতে হয়েছে, তার জন্য কার্লের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন নেটিজেনরা৷ ওই শ্রমিকের গ্রেফতারের দাবিও তুলেছে অনেকে৷ একজন ইউজার লিখেছেন, ‘‘এটা কোনও মজার বিষয় নয়৷ কার্লের অন্য অনেক ভিডিয়ো দেখেছি৷ তিনি খুবই ভালো মানুষ৷ নিজেকে প্রায় ভারতীয়র মতোই গড়ে তুলেছেন৷ হ্যাঁ, তাঁর চেহারার গঠন হয়তো বদলানো সম্ভব নয়৷ কিন্তু তিনি হিন্দিও বলতে পারেন৷ এই ধরনের অপমান কোনও তুচ্ছ ঘটনা নয়৷’’ আবার অপর এক ইউজারের কথায়, ‘‘ওই শ্রমিককে অবিলম্বে কাউন্সেলিং করানো উচিত৷’’

আরও পড়ুন- কংগ্রেসের হাইকমান্ডকে দেওয়া চিঠির পটভূমি ৫ মাস আগেই ঠিক হয়ে গিয়েছিল

গত জুলাই মাসেই নিজের কাজের জন্য প্রশংসিত হয়েছিলেন কার্ল৷ করোনা চিকিৎসায় প্লাজমা ডোনেট করার পর তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এমনকী তাঁকে দিল্লিবাসী বলেও সম্বোধন করেছিলেন তিনি৷ এর পরে এহেন ঘটনায় ক্ষুব্ধ নেটিজেনরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *