বীরভূমে জন্মেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, একি বললেন অমিত শাহ!

আজ বিকেল: মাত্র দুদিন হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপন করল বাঙালি। শান্তিনিকেতন, জোড়াসাঁকো-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রাণের ঠাকুরের আরাধনায় মাতলেন রবীন্দ্রপ্রেমী মানুষজন। এদিকে এই রবীন্দ্রনাথকে সামনে রেখেই ফের বিজেপিকে কটাক্ষ করল তৃণমূল। গত ২৩ এপ্রিল বীরভূমের মহম্মদ বাজারের গণপুরে রাজনৈতিক সমাবেশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি সেখানে বলেন, ‘বীরভূমের মাটি অতি পবিত্র,

বীরভূমে জন্মেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, একি বললেন অমিত শাহ!

আজ বিকেল: মাত্র দুদিন হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপন করল বাঙালি। শান্তিনিকেতন, জোড়াসাঁকো-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রাণের ঠাকুরের আরাধনায় মাতলেন রবীন্দ্রপ্রেমী মানুষজন। এদিকে এই রবীন্দ্রনাথকে সামনে রেখেই ফের বিজেপিকে কটাক্ষ করল তৃণমূল। গত ২৩ এপ্রিল বীরভূমের মহম্মদ বাজারের গণপুরে রাজনৈতিক সমাবেশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি সেখানে বলেন, ‘বীরভূমের মাটি অতি পবিত্র, কারণ এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন।’

এই বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তরজা। অমিত শাহর বক্তব্যকে কেন্দ্র করে শান্তিনিকেতনের আশ্রমিকরা দৃশ্যতই ক্ষুব্ধ। বিজেপি সভাপতি নেহাত রাজনীতি করতেই যে বাংলাতে এসেছেন তা তাঁর বক্তব্যতে স্পষ্ট হয়ে গিয়েছে। মন খারাপ শান্তিনিকেতনের ছাত্রছাত্রী ও গুণীজনদের, দেশটা যে নিতান্তই অশিক্ষিতদের অঙ্গুলিহেলনে চলছে, তা মেনে নেওয়া ছাড়া তেমনকিছুই করার নেই।

২৩ এপ্রিল ঘটনাটি ঘটলেও কবিগুরুর জন্মদিনকে কেন্দ্র করে বিতর্ক উসকে দিয়েছে তৃণমূল। দলের তরফে জানানো হয়েছে, যারা বাংলাকে ভালবাসতে পারল না তারা আর বাঙালিদের কি উপকারে আসবে। বাইরে থেকে নয় বাংলাকে ভালবাসতে হলে রবীন্দ্রনাথকে জানতে হবে। যারা রবীন্দ্রনাথকে নিয়ে ছেলেখেলা করে তার আর যাইহোক বাংলার সংস্কৃতি বুঝবে না। বাংলার সংস্কৃতি বোঝা বিজেপির কম্মো নয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *