নয়াদিল্লি: ২০২৪ সালের লোকসভা ভোটের এখনও বেশ কয়েক মাস দেরী থাকলেও প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। রাজনৈতিক দলগুলির অন্দরে এই ভোটকে মাথায় রেখে সমীকরণ গঠন করার কাজও চলছে। আসন্ন নির্বাচনে কে কোথায় প্রার্থী হবেন বা আসন বিন্যাস কী হবে তা নিয়ে আলোচনার এখনও সময় আছে। তবে বিশেষ কিছু ক্ষেত্র নিয়ে এখন থেকেই কৌতূহল। যেমন আমেঠি বা বারাণসী আসনে কারা প্রার্থী হতে পারেন তা নিয়ে জলঘোলা চলছে। এই আবহেই বড় ইঙ্গিত মিলেছে কংগ্রেসের তরফে।
সব ঠিকঠাক থাকলে আসন্ন লোকসভা নির্বাচনে আমেঠি থেকেই ফের লড়তে চলেছেন রাহুল গান্ধী, এমন আভাস মিলেছে হাত শিবিরের অন্দর থেকে। ২০১৯ সালের ভোটে এখান থেকেই লড়েছিলেন তিনি, তবে হারতে হয়েছিল বিজেপির কাছে। কিন্তু আগামী বছরের ভোটেও এই আসনেই ভরসা রাখতে পারেন রাহুল, ইঙ্গিত তেমনই। উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রায় মন্তব্য ঘিরে এখন কৌতূহল বাড়ছে। এখনই কিছুই চূড়ান্ত হয়নি তবে রাহুলের আসন নিয়ে যে চর্চা হচ্ছে তাতে লোকসভা ভোটের উত্তাপ যে আরও বাড়ছে তা বলতেই হয়।
অন্যদিকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেস কাকে প্রার্থী করতে পারে তা নিয়েও প্রশ্নের শেষ নেই। বারাণসী খোদ প্রধানমন্ত্রী গড় বলেই পরিচিত। তাই সেখানে বিরোধী প্রার্থীকেও একটু ‘বাহুবলী’ হতে হবে। তবে যে নামটি কংগ্রেসের অন্দর থেকে এই আসনের জন্য শোনা যাচ্ছে তিনি এমন লড়াইয়ে খুব একটা অভিজ্ঞ নন। তিনি হলেন প্রিয়াঙ্কা গান্ধী। জানা গিয়েছে, যদি চান তবে তিনি বারাণসী কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন। যদিও এই সিদ্ধান্ত কতটা কংগ্রেসের পক্ষে যাবে তা সময় বলবে।