Aajbikel

দিল্লির জি২০ শীর্ষ বৈঠকে যোগ দিচ্ছেন না পুতিন! কিন্তু কেন? ‘ব্যাখ্যা’ দিল মস্কো

 | 
জি২০ পুতিন

নয়াদিল্লি: আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে জি২০-র রাষ্ট্রগোষ্ঠীর শীর্ষ সম্মেলন৷ সেই সম্মেলনে যোগ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ক্রেমলিনের তরফে এ কথা জানানো হয়। কেন আসছেন না পুতিন? এ প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ‘‘সেই সময় জরুরি সামরিক সক্রিয়তার জেরে প্রেসিডেন্ট পুতিন সশরীরে জি২০ শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকতে পারবেন না।’’

কূটনৈতিক মহলের একাংশ মনে করছে, সশরীরে হাজির না থাকলেও, সম্ভবত ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে জি২০ শীর্ষ বৈঠকে যোগ দেবেন রুশ প্রেসিডেন্ট৷ বক্তৃতাও দিতে পারেন তিনি। চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ছিল ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা) শীর্ষ সম্মেলন৷ সেখানেই অংশ  নেননি পুতিন। তবে ‘সামরিক সক্রিয়তা’ নয়, ইউক্রেনে যুদ্ধাপরাধ, গণহত্যা এবং শিশুদের জোর করে স্থানান্তরিত করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করেছে৷ সেই কারণেই গ্রেফতারি এড়াতে ব্রিকসে যাননি পুতিন৷ 

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন পুতিন৷ তার পর থেকে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সীমান্ত পেরোননি রুশ প্রেসিডেন্ট। গত বছর নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত জি২০ সম্মেলনেও যোগ দেননি তিনি৷ 

Around The Web

Trending News

You May like