করোনা কাঁটায় বন্ধ হচ্ছে পুরীর মন্দির, দর্শক প্রবেশ নিষিদ্ধ

করোনা কাঁটায় বন্ধ হচ্ছে পুরীর মন্দির, দর্শক প্রবেশ নিষিদ্ধ

কটক: আবার বাড়তে শুরু করেছে দেশের করোনা ভাইরাস সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা সত্যিই ভয় দেখাচ্ছে। ফের ১ লক্ষ পার করেছে দিন প্রতি সংক্রমণ। অন্যদিকে, করোনার নয়া প্রজাতি ওমিক্রন নিয়ে আলাদা চিন্তা। এই পরিস্থিতিতে আগের মতোই কোপ পড়ছে পর্যটনে। বন্ধ হচ্ছে একাধিক পরিষেবা। সেই প্রেক্ষিতেই বন্ধ হয়ে গেল পুরীর মন্দির। ১০ জানুয়ারি থেকে সেখানে নিষিদ্ধ দর্শনার্থী প্রবেশ। আপাতত ৩১ জানুয়ারী পর্যন্ত মন্দির বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুরীর মন্দিরের ‘ছত্তিশা নিয়োগ’ কমিটি মন্দির সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নিয়ে থাকে। তারাই বৈঠক করে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ভক্ত ও সেবকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ১০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। দেশ তথা রাজ্যের সংক্রমণের দিকে নজর দিয়েই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা। কারণ মন্দির প্রশাসনের সদস্য থেকে সাধারণ সেবক, অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। তাই আর কোনও ঝুঁকি নিতে চাইছে না মন্দির কর্তৃপক্ষ। এর আগে ২০২০ সালের মার্চ মাস থেকে দেশের অন্যান্য ধর্মীয় স্থানের মতো বন্ধ হয়ে গিয়েছিল পুরীর জগন্নাথ মন্দির।

এদিকে, শেষ তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন। যার ফলে বর্তমানে দেশে মোট সংক্রমিত বেড়ে হল ৩ কোটি ৫৩ লক্ষ ৬৮ হাজার ৩৭২। দেশজুড়ে একলাফে ২১.৩ শতাংশ বেড়েছে সংক্রমণ। তবে এরই মধ্যে ৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ। আবার ১০ জানুয়ারি শুরু ষাটোর্ধ্ব প্রিকশন ডোজও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =