নিরাপত্তা প্রত্যাহারের পরই দুষ্কৃতী হামলা, গুলিতে ঝাঁঝরা পঞ্জাবের প্রখ্যাত গায়ক

নিরাপত্তা প্রত্যাহারের পরই দুষ্কৃতী হামলা, গুলিতে ঝাঁঝরা পঞ্জাবের প্রখ্যাত গায়ক

পাতিয়ালা: নিরাপত্তা প্রত্যাহারের পরের দিনই দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হল পাঞ্জাবের জনপ্রিয় গায়ক তথা প্রখ্যাত কংগ্রেস নেতা সিধু মুসওয়ালার। জানা যাচ্ছে, রবিবার দুপুরে এই জনপ্রিয় গায়কের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। তাঁদের ছোঁড়া গুলিতে ঝাঁঝরা হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রখ্যাত গায়কের। জানা যাচ্ছে, সিধু ছাড়াও এই দুষ্কৃতী হামলায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন বলে খবর। প্রসঙ্গত শনিবারই পঞ্জাবে ৪২৪ জন নিরাপত্তা প্রত্যাহার করে নেয় সরকার। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন এই গায়ক তথা কংগ্রেস নেতা। সরকারের নিরাপত্তা প্রত্যাহার পরের দিনই দিন দুপুরে ওই গায়কের উপর এমন প্রাণঘাতী হামলা হয় এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সিধু।

স্থানীয় সূত্রের খবর রবিবার মানসার নিজের বাড়িতে ফেরার পথেই তাঁর গাড়িতে লক্ষ্য করে গুলিবৃষ্টি শুরু করে দুষ্কৃতীরা। তাদের ছোঁড়া গুলিতে ঝাঁঝরা হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিধুর। হামলার সময় তাঁর গাড়িতে ছিলেন আরও দুজন। তাঁরাও গুলিবিদ্ধ হন বলে খবর। এই হামলার কিছুক্ষনের মধ্যেই সিধুসহ তিনজনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা সিধুকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য গত ডিসেম্বরেই সিধু কংগ্রেসে যোগদান করেছেন। পঞ্জাবের সদ্যসমাপ্ত বিধানসভা ভোটেও তাঁকে কংগ্রেসের প্রার্থী হয়ে লড়তে দেখা গিয়েছে মানসাতে। কিন্তু তিনি আম আদমি পার্টির প্রার্থীর বিজয় সিংলার কাছে পরাজিত হন বিধানসভা নির্বাচনে। প্রসঙ্গত এই সিংলাই আবার দুর্নীতির দায়ে মন্ত্রীসভা থেকে বরখাস্ত করেছেন পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। আপ দলের এই নেতা ক্ষমতায় আসার পাঁচ মাসের মধ্যেই গতকাল পঞ্জাবের ৪২৪ জন ভিআইপির নিরাপত্তা প্রত্যাহার করে নেন। আর সেই নিরাপত্তা প্রত্যাহারের পরের দিনই ঘটল এই অঘটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 14 =