সাড়ে ৭ ঘণ্টার লড়াই, অবশেষে জুড়ল পঞ্জাবে পুলিশ কর্মীর হাত

সাড়ে ৭ ঘণ্টার লড়াই, অবশেষে জুড়ল পঞ্জাবে পুলিশ কর্মীর হাত

পাতিয়ালা:  অবশেষে প্রায় সাড়ে সাত ঘণ্টার অস্ত্রোপ্রচারের পর জোড়া লাগলো পঞ্জাব পুলিশ অফিসারের হাত। রবিবার রাতে অস্ত্রোপ্রচারের পর অবশেষে জোড়া লাগল পঞ্জাবের পাতিয়ালার এএসআই হরজিৎ সিংয়ের হাত। আক্রান্ত পুলিশকর্মীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। ঘটনায় আরও দুই পুলিশ কর্মী গুরুতর আহত হন৷ তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে৷

পঞ্জাব পুলিশের প্রধান দিনকর গুপ্ত টুইটে জানান, ‘প্রধান প্লাসটিক সার্জেনের সঙ্গে সবেমাত্র কথা বললাম৷ আমাদের সাহসী করোনা যোদ্ধা এএসআই হরজিতের হাচ তিনি জুড়ে দিয়েছেন৷ হরজিতের সঙ্গেও কথা হয়েছে৷ তিনি ভালো আছেন৷ হরজিতের সুস্থ হওয়ার জন্য আগামী পাঁচ দিন অপেক্ষা করতে হবে বলে জানানো হয়েছে৷

রবিবার ভোর সওয়া ছটা নাগাজ পঞ্জাবের পাতিয়ালার সাউনর সবজি বাজার কয়েকজন যুবক জটলা করেন৷ খবর পেয়ে ছুটে যায় পুলিশ৷ লকডাউনের মধ্যে এই জটলা কোনওভাবেই মেনে নেওয়া যায় না৷ ওই যুবকদের কাছে পুলিশ জানতে চায় কার্ফু পাশ আছে কি না৷ কোনও উত্তর না দিয়েই পুলিশের ওপর চড়াও হয় যুবকের দলটি৷ ধারালো অস্ত্র দিয়ে হাত কেটে নেয় এএসআই হরজিৎ সিংয়ের৷ জানা যায় কবজি থেকে পুলিশ আধিকারিকের হাত কেটে নেওয়া হয়৷ অনযান্য পুলিশ কর্মীদের ওপরও যুবকের ওই দলটি চড়াও হয় বলে জানা যায়৷

পঞ্জাবে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে৷ ইতিমধ্যে পঞ্জাব সরকার ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়িয়ে দিয়েছে বলে জানা গিয়েছে৷  শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী৷ যদিও  প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই পঞ্জাব , ওডিশা ও মহারাষ্ট্র লকডাউনের সময় বাড়িয়ে দেয়৷ প্রধানন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই পশ্চিমবঙ্গে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়৷ মঙ্গলবার জাতির উদ্দেশে নরেন্দ্রে মোদি ভাষণ দেবেন৷ তখন সারা দেশে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − seventeen =