অমৃতসর: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা৷ অল্পের জন্য বাঁচল অমৃতসরগামী পঞ্জাব মেল৷ রেললাইনে ছিল বড় ফাটল! ওই লাইন দিয়ে যাওয়ার কথা হাওড়া-অমৃতসরগামী পঞ্জাব মেলের। বুধবার সকালে উত্তরপ্রদেশের গাজীপুর জেলার জামাইয়া শহরের কাছে ওই ফাটলটি নজরে আসে স্থানীয় এক যুবকের৷ তাঁর কথা শুনেই এক রেলকর্মীর তৎপরতায় একটুর জন্য বাঁচল বহু মানুষের প্রাণ। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পঞ্জাব মেল।
আরও পড়ুন- সম্পর্ক কী? মোদীর সঙ্গে আদানির ছবি তুলে ধরে প্রশ্ন রাহুলের
স্থানীয় সূত্রে খবর, গাজীপুরের জামানিয়া স্টেশনের তিন কিলোমিটার আগে গদাহিন গ্রামের কাছে রেললাইনে ফাটল দেখতে পান নাসিম নামে এক স্থানীয় যুবক। লাইনে ফাটল দেখেই তিনি শঙ্কিত হয়ে পড়েন৷ বুঝতে পারেন যে ট্রেন এই লাইন দিয়ে যাবে তা বড় দুর্ঘটনার কবলে পড়বে। তড়িঘড়ি তিনি স্থানীয় রেল গ্যাংম্যানকে পুরো বিষয়টি জানান। যুবকের কথা শুনেই ওই স্থানে পৌঁছন রেলের ওই কর্মী। তখন বিহারের বক্সার ছেড়ে জামানিয়া রেলওয়ে স্টেশনের দিকে দ্রুতগতিতে ছুটে আসছে পঞ্জাব মেল।
বিপদ বুঝতে পেরেই দু’জনে মিলে তৎক্ষণাৎ একটি লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামানোর চেষ্টা করেন। পাশাপাশি, নাসিম এবং রেলের ওই গ্যাংম্যান হাত নেড়ে চিৎকার করতে শুরু করেছেন। তাঁদের দেখে সতর্ক হয়ে যান পঞ্জাব মেলের চালক৷ ট্রেনের গতি কমিয়ে দেন তিনি। তবে ততক্ষণে ট্রেনের একটি অংশ ওই ফাটল পার করে ফেলেছে। এর পরই ট্রেন থামিয়ে নেমে আসেন চালক। ফাটল দেখে তৎক্ষণাৎ রেল কর্তৃপক্ষকে খবর দেন। ফাটল সারানোর পর অমৃতসরের উদ্দেশে রওনা দেয় মেল৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>