আরও ২ সপ্তাহ চলবে লকডাউন, প্রথম রাজ্য হিসাবে তৃতীয় দফায় বর্ধিত কার্ফু ঘোষণা

আরও ২ সপ্তাহ চলবে লকডাউন, প্রথম রাজ্য হিসাবে তৃতীয় দফায় বর্ধিত কার্ফু ঘোষণা

অমৃতসর: করোনা সংক্রমণ রুখতে রাজ্যে আরও দুই সপ্তাহ কারফিউ জারির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ সেইসঙ্গে প্রথম রাজ্য হিসাবে আনুষ্ঠানিকভাবে তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল পঞ্জাব৷ অর্থাৎ ৩ মে লকডাউন উঠছে না পঞ্জাবে৷ 

বুধবার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পঞ্জাবে আরও দুই সপ্তাহ কারফিউ চলবে৷ তবে দিনে চার ঘণ্টা ছাড় পাবেন সাধারণ মানুষ৷’’ মানুষের সুবিধার্থে প্রতিদিন সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত লকডাউন শিথিল করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ চার ঘণ্টার জন্য খোলা থাকবে দোকানপাট৷ এই সময়ের মধ্যে বাড়ির বাইরে বেরনোর অনুমতি পাবে আমজনতা৷ 

মুখ্যমন্ত্রী বলেন, সারা দেশে যে ভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে, তাতে কড়া পদক্ষেপের প্রয়োজন আছে৷ স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী কারফিউ শিথিল থাকার সময় শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানগুলি খোলার অনুমতি দেওয়া হবে৷  

একটি ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেন, ‘‘প্রতিদিন সকাল ৭টা থেকে ১১ টা পর্যন্ত লকডাউন শিথিল রাখা হবে৷ ওই সময় প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারবেন রাজ্যের মানুষ৷ আমরা রাজ্যে আরও দুই সপ্তাহ কারফিউ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে৷’’  ৩ মে’র পর কেন্দ্র কি ফের লকডাউনের মেয়াদ বাড়াবে?  এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় এখন গোটা দেশ৷ কিন্তু লকডাউন নিয়ে কেন্দ্রের ঘোষণার আগেই রাজ্যে লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী৷ 

সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও বৈঠকেও লকডাউন বাড়ানোর পক্ষেই সওয়াল করেছিলেন অমরিন্দর সিং৷  পরিস্থিতি স্বাভাবিক করতে আগামী এক মাস লকডাউন জারি রাখার সুপারিশ করেছিলেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক৷ এই ভিডিও বৈঠকের পর প্রধানমন্ত্রীর দফতর থেকে জারি একটি বিবৃতিতেও লকডাউন বাড়ানোর ইঙ্গিলত মিলেছে৷ জানা গিয়েছে, লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে রয়েছেন খোদ প্রধানমন্ত্রীও৷ তবে দেশের অর্থনীতি সচল রাখতে ‘গ্রিন জোন’ গুলিতে বেশ কিছু ছাড় দেওয়ার সুপারিশ করা হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 4 =