নয়াদিল্লি: আগামী মাসে একাধিক রাজ্যে নির্বাচন হওয়ার ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশে সাত দফায় ভোট। মণিপুরে ২ দফায় ভোট। গোয়া, পঞ্জাব এবং উত্তরাখণ্ডে এক দফায় ভোট। আগামী ১৪ ফেব্রুয়ারি পঞ্জাবে ভোট হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে। কিন্তু তার কারণ করোনা ভাইরাস পরিস্থিতি নয়। তার কারণ শ্রী গুরু রবিদাসের জন্মজয়ন্তী।
নির্বাচন কমিশন জানিয়েছে, ১৬ ফেব্রুয়ারি শ্রী গুরু রবিদাসের জন্মজয়ন্তীর জন্য পঞ্জাবের প্রচুর মানুষ বারাণসীতে যান। তাই সেই দিন ভোট হলে অনেকেই ভোট দিতে পারবেন না। এই কারণেই বিধানসভা ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল বলে জানিয়েছে তারা। আর সেই দাবি মেনেই ভোট পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৪ তারিখের পরিবর্তে ২০ তারিখ ভোট হবে বলে জানান হয়েছে। ভোটের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ২৫ জানুয়ারি। মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ১ ফেব্রুয়ারি। পরের দিন স্ক্রুটিনি করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ৪ ফেব্রুয়ারি। তবে ১০ মার্চ বাকি চার রাজ্যের সঙ্গেই পঞ্জাবের নির্বাচনের গণনা হবে।
এছাড়াও নির্বাচন কমিশন এই ভোট সম্পর্কে আগেই জানিয়েছিল, ভোটের সঙ্গে যুক্ত প্রতি ব্যক্তিকে টিকার দুটো ডোজ নিতেই হবে। যাঁরা বুস্টার ডোজ নেওয়া মতো হবেন তাঁদের সেটা প্রয়োজন বুঝে দেওয়া হবে। পাশাপাশি করোনার কথা মাথায় রেখে ৫ রাজ্যেই ১ ঘণ্টা করে বাড়ছে ভোটের সময়। উল্লেখ্য, উত্তরপ্রদেশ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ১৪ মে। গোয়া, পঞ্জাব, উত্তরাখণ্ড এবং মণিপুর বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে যথাক্রমে ১৫ মার্চ, ২৩ মার্চ, ২৩ মার্চ এবং ১৯ মার্চ।