মানুষের স্বার্থে মাস্ক বুনছেন নবতিপর বৃদ্ধা, কুর্নিশ মুখ্যমন্ত্রীর

মানুষের স্বার্থে মাস্ক বুনছেন নবতিপর বৃদ্ধা, কুর্নিশ মুখ্যমন্ত্রীর

চণ্ডীগড়: বয়স প্রায় একশো ছুঁই ছুঁই৷ কিন্তু মনে এখনও তারুণ্যের ছোঁয়া৷ এই সংগ্রামী মনোভাব নিয়েই করোনা বিরোধী যুদ্ধে সামিল হয়েছেন পঞ্জাবের এক নবতিপর বৃদ্ধা৷ গরিব মানুষের পাশে দাঁড়াতে নিজের হাতে মাস্ক তৈরি করে চলেছেন তিনি৷ তাঁর এই সংগ্রামকে কুর্নিশ জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ 

পঞ্জাবের মোগা জেলার ৯৮ বছরের এই বৃদ্ধাকে  ‘পঞ্জাবের সবচেয়ে শক্তিশালী করোনা যোদ্ধা’ বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী৷ মঙ্গলবার তিনি ট্যুইট করে বলেন, ‘‘রাজ্যের সবচেয়ে শক্তিশালী করোনা বিরোধী যোদ্ধা হলেন ৯৮ বছরের গুরদেব কৌর৷ দিনরাত খেটে পঞ্জাববাসীর জন্য মাস্ক তৈরি করেছেন তিনি এবং তাঁর পরিবার৷ পাঞ্জাবীদের এই নিঃস্বার্থ প্রচেষ্টাই প্রমাণ করে কতটা শক্তিশালী আমরা৷ আমাদের চলার পথে যত সমস্যাই আসুক না কেন, আমরা ঠিক জয় লাভ করব৷’’ বয়সের ভারে ন্যূব্জ হয়েছেন গুরদেব কৌর ধালিওয়াল৷ ঝাপসা হয়েছে এক চোখের দৃষ্টি৷ কিন্তু নিজের শরীরে প্রতি পরোয়া নেই তাঁর৷ প্রতিদিন সকাল ৮টা থেকে বসে পড়েন মাস্ক সেলাই করতে৷ বিকেল চারটে পর্যন্ত চলে তাঁর কর্মযজ্ঞ৷ তাঁর রাজ্যের প্রতিটি মানুষের কাছে যাতে মাস্ক পৌঁছে যায়, সেই লক্ষ্যেই কাজ করে চলেছেন তিনি৷ এই কাজে তাঁর পাশে রয়েছে পরিবার৷ মাস্ক তৈরিতে হাত লাগিয়েছেন তাঁরাও৷ 

প্রসঙ্গত, সারা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ হাজার পেরিয়ে গিয়েছে৷ মৃত্যু হয়েছে ৫৯০ জনের৷ পঞ্জাবে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন প্রায় ২৪৫ জন মানুষ৷ অন্যান্য রাজ্যের মতো, বাড়ির বাইরে বেরলে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে পঞ্জাব সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 12 =