দুর্নীতির অভিযোগ! রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে সরালেন মুখ্যমন্ত্রী

দুর্নীতির অভিযোগ! রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে সরালেন মুখ্যমন্ত্রী

অমৃতসর: ক্ষমতায় আসার আগেই ঘোষণা করেছিলেন রাজ্যকে করে তুলবেন দুর্নীতিমুক্ত। আর সেই কথা রাখতেই এবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে অপসারণ করলেন পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। জানা যাচ্ছে পাঞ্জাবে আপ সরকার গঠনের পরেই দুর্নীতির অভিযোগ ওঠে পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলার বিরুদ্ধে। সেই দুর্নীতির কথা প্রকাশ্যে আসতেই অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তদন্তের রিপোর্টেই সম্প্রতি প্রমাণিত হয়েছে যে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ওঠা সমস্ত দুর্নীতির অভিযোগই সত্যি। আর তারপরেই স্বাস্থ্যমন্ত্রীকে ক্যাবিনেট তথা মন্ত্রিত্ব থেকেই অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো  অরবিন্দ কেজরিওয়াল। তাঁর নির্দেশ মেনেই স্বাস্থ্যমন্ত্রীকে তাঁর ক্ষমতা থেকে অপসারণ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রীর এই অপসারণের সিদ্ধান্তের কথা।

উল্লেখ্য স্বাধীন ভারতের ইতিহাসে এমন ঘটনা বিরল যেখানে মুখ্যমন্ত্রী নিজেই তাঁর মন্ত্রীসভার কোনও সদস্যকে বরখাস্ত করেন। এই ঘটনা ভারতের ইতিহাসে প্রথমবার ঘটেছিল ২০১৫ সালে, যখন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এক মন্ত্রীকে বরখাস্ত করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান কান্ডারী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর পরই দেশের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে মঙ্গলবার ভগবন্ত মান পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করলেন।

ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত উত্তাল জাতীয় রাজনীতি। মান সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আপের অন্যান্য শীর্ষস্থানীয় নেতা-মন্ত্রীরা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের প্রশংসা করে আপের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা টুইটে লিখেছেন, ‘একমাত্র আম আদমি পার্টির পক্ষেই সম্ভব অখন্ডতা ,সাহস এবং সৎ পথে চলার এবং তারা এই সমস্ত কথা শুধু মুখেই বলে না, কাজেও করে দেখানোর ক্ষমতা রাখে। এই ঘটনা আমরা দিল্লিতে দেখেছি। এবার পাঞ্জাবও একই ঘটনার সাক্ষী থাকল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 2 =