পুণে: মায়ের শরীর থেকে গর্ভস্থ সন্তানের শরীরে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার প্রমাণ সেভাবে পাওয়া যায়নি। অনেক সময় দেখা গিয়েছে, মা করোনা পজিটিভ হওয়ার কারণে শিশুর শরীর প্রসবের সময় করোনার জীবাণু প্রবেশ করেছে। কিন্তু এবার মায়ের গর্ভেই শিশুর করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। পুণের ব্রিজ মেডিক্যাল কলেজের চিকিৎসকরা এই তথ্য দিয়েছেন বলে জানা গিয়েছে।
পুণের ব্রিজ মেডিক্যাল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞ আরতি কিনিকার বলেছেন, ২২ বছরের অন্তঃসত্ত্বার প্রসবের আগের দিন জ্বর দেখা যায়। তখন ওই তরুণীর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু প্রসবের কিছু আগে তরুণীর শরীরে অ্যান্টিবডি টেস্ট করা হয়। সেখানে তরুণীর শরীরে করোনার অ্যান্টিবডি দেখতে পাওয়া যায়। প্রসবের পর সদ্যোজাত শিশুর শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়। ২৪ ঘণ্টার মধ্যে রক্তের তাপমাত্রা বাড়তে থাকে। অ্যাম্বিলিকাল কর্ড, প্লাসেন্টার নমুনা দিয়ে পরীক্ষা করে করোনা পজিটিভ ধরা পড়ে। এর থেকেই মনে করা হচ্ছে, প্রসবের আগে থেকেই শিশুটি করোনা আক্রান্ত ছিলেন। কিন্তু শিশুটা কিভাবে করোনা আক্রান্ত হল, তা এখনও বোঝা যাচ্ছে না। এই কেস রিপোর্টটি আন্তর্জাতিক জার্নালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, পুণের ব্রিজ হাসপাতালে ৪২ জন করোনা পজিটিভ মহিলা সন্তানের জন্ম দিয়েছেন গত ১০ দিনে। তাদের মধ্যে ছয়টি শিশু করোনা আক্রান্ত হয়েছেন। মনে করা হচ্ছে ভার্টিকাল ট্রান্সমিশন থেকে ওই শিশুরা করোনা আক্রান্ত হয়েছেন।