প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, দল ছাড়লেন কংগ্রেস বিধায়ক

আমেদাবাদ: গুজরাতে এবার কংগ্রেসের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ প্রকাশ্যে চলে এল৷ শনিবার মেহসানা জেলার উনঝা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক আশা প্যাটেল পদত্যাগ করেন৷ এদিন সকালে গান্ধীনগরে গিয়ে তিনি বিধানসভার অধ্যক্ষ রাজেন্দ্র ত্রিবেদীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন৷ তাঁর পদত্যাগপত্র গ্রহণও করা হয়েছে বলে খবর৷ তবে বিধায়ক পদের পাশাপাশি দলীয় সদস্যপদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কাছে

6c5483b452a9b6abbfdfe017dbf2f07d

প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, দল ছাড়লেন কংগ্রেস বিধায়ক

আমেদাবাদ: গুজরাতে এবার কংগ্রেসের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ প্রকাশ্যে চলে এল৷ শনিবার মেহসানা জেলার উনঝা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক আশা প্যাটেল পদত্যাগ করেন৷ এদিন সকালে গান্ধীনগরে গিয়ে তিনি বিধানসভার অধ্যক্ষ রাজেন্দ্র ত্রিবেদীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন৷

তাঁর পদত্যাগপত্র গ্রহণও করা হয়েছে বলে খবর৷ তবে বিধায়ক পদের পাশাপাশি দলীয় সদস্যপদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কাছে এদিনই চিঠি লিখে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন৷ এর পিছনে ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ই প্রধান কারণ বলে প্যাটেল স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন৷ প্যাটেলের এই পদত্যাগ কংগ্রেসের জন্য বেশ বড় ধাক্কা এমনটাই মনে করা হচ্ছে৷ কারণ ২০১৭ সালে উনঝার ওই বিধানসভা আসনটি বিজেপির কাছ থেকেই ছিনিয়ে নিয়েছিলেন প্যাটেল৷ মেহসানা লোকসভা কেন্দ্রের অধীনে সাতটি বিধানসভা আসন রয়েছে৷ তার মধ্যে চারটি বিজেপির দখলে রয়েছে এবং কংগ্রেসের দখলে রয়েছে তিনটি৷ তবে প্যাটেলের পদত্যাগের পর উনঝার আসন নিয়ে কংগ্রেসকে এবার নতুন করে চিন্তাভাবনা শুরু করে দিতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *