নয়াদিল্লি: কাশ্মীর ইস্যুতে এবার দায়ের হল জনস্বার্থ মামলা৷ মামলার পরিপ্রেক্ষিতে পাল্টা প্রশ্ন সুপ্রিম কোর্টের৷ জরুরি ভিত্তিতে মামলার শুনানি খারিজ হলেও মামলা চালিয়ে যাওয়ার সুপ্রিম সম্মতি মিলেছে বলে খবর৷
বৃহস্পতিবার কাশ্মীর ইস্যুতে কৌঁসুলি এম এল শর্মা ৩৭০ ধারার বিলোপ জনস্বার্থ বিরোধী বলে দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন৷ মামলা দায়ের হতেই ৩৭০ ধারার বিলোপ মামলা জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেন কৌঁসুলি এম এল শর্মা৷ কিন্তু তা পত্রপাঠ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট৷ নির্দিষ্ট সময়ে মামলার শুনানি হবে বলে জানিয়ে দেয় বিচারপতি এনভি রামানার বেঞ্চ৷ খুব সম্ভবত আগামী ১২ অথবা ১৩ অগাস্ট শুনানি হতে পারে৷
মামলা দায়ের করে এমএল শর্মা দাবি করেন, ‘‘কাশ্মীরিদের অধিকার খুন্য হয়েছে৷ এই কারণে পাক সরকার আবেদন করতে পারে রাষ্ট্রপুঞ্জে৷ সঙ্গে থাকতে পারেন কয়েকজন কাশ্মীরীও৷ ফলে, মামলাটি জরুরি ভিত্তিতে শুনানি করা হোক৷’’ পাল্টা প্রশ্ন সুপ্রিম কোর্ট৷ পাকিস্তান আবেদন করলে রাষ্ট্রপুঞ্জ কি পদক্ষেপ করবে? রাষ্ট্রপুঞ্জ কি ভারতের সংবিধান সংশোধন আটকে দেবে?