নয়াদিল্লি: দেশজুড়ে ‘পাবজি’ নিষিদ্ধ হতেই হতাশ হয়ে পড়েছিলেন অনলাইন গেমার্সরা৷ তাঁদের জন্য এবার সুখবর৷ পাবজিকে টক্কর দিতে আসছে দেশীয় অ্যাকশন গেম ‘ফৌজি’৷ শুক্রবার এ কথা ঘোষণা করলেন বলিউড তারকা অক্ষয় কুমার৷ প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত অভিযানকে সমর্থন করেই নতুন অ্যাকশন মাল্টিপ্লেয়ার গেম ফৌজি নিয়ে আসছেন তিনি৷ FAU-G' বা ফৌজির পুরো নাম- 'ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড-গার্ডস'।
আরও পড়ুন- লাদাখ পরিস্থিতির ফায়দা নিলে বিরাট ক্ষতি হবে পাকিস্তানের, হুঁশিয়ারি রাওয়াতের
এদিন টুইট করে বলিউড খিলাড়ি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত অভিযানকে সমর্থন করে গর্বের সঙ্গেই এই নতুন মাল্টিপ্লেয়ার অ্যাকশন গেম ফৌজি নিয়ে আসছি৷ বিনোদনের পাশাপাশি ফৌজির মাধ্যমে এবার আমাদের দেশের সেনাদের আত্মত্যাগের কথাও জানতে পারবে ভারতের যুব সম্প্রদায়৷’’ অক্ষয় আরও জানান, ‘‘এই গেম থেকে যা আয় হবে, তার ২০ শতাংশ দেওয়া হবে 'ভারত কি বীর ট্রাস্ট' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তহবিলে।’’ খুব শীঘ্রই এই গেমটি প্রকাশ করতে চলেছে বেঙ্গালুরুর একটি সংস্থা৷
বলিউড খিলাড়ির এই পদক্ষেপে বেজায় খুশি নেটিজেনরা৷ ফৌজির কথা ঘোষণা করতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন গেম লাভার্সরা৷ এই গেম নিয়ে অতি উৎসাহী যুব সম্প্রদায়৷ কবে থেকে এবং কী ভাবে তাঁরা গেম খেলতে পারবেন, তা নিয়ে প্রশ্ন শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ জানা গিয়েছে, মূলত সাম্প্রতিককালে ভারতীয় নিরাপত্তাবাহিনী যে সব অভিযানে অংশ নিয়েছে, সেই বাস্তব অভিজ্ঞতাকেই ফৌজির মাধ্যমে তুলে ধরা হবে৷
আরও পড়ুন- BREAKING: পরীক্ষা মামলায় বড় ধাক্কা, বাংলা-সহ ৬ রাজ্যের আবেদন খারিজ!
পাবজি বন্ধ করার পড়েই মন ভেঙছিল বহু গেমার্সের৷ তাঁদের মন ভালো করতে এবার আসতে চলেছে ফৌজি৷ প্রসঙ্গত, পাবজি বন্ধ করা হলেও, ডেস্কটপ এবং মোবাইল ভার্সানে এখনও ভারতে খেলা যাচ্ছে এই গেম৷