ক্যাম্পাসে নিষিদ্ধ রাজনীতি, কেন্দ্রের বিরুদ্ধে ‘চুপ’ থাকার নির্দেশ কলেজের

ক্যাম্পাসে নিষিদ্ধ রাজনীতি, কেন্দ্রের বিরুদ্ধে ‘চুপ’ থাকার নির্দেশ কলেজের

মুম্বই: ক্যাম্পাসে রাজনৈতিক বক্তব্য রাখা চলবে না৷  পড়ুয়াদের উদ্দেশ্য নয়া ফতোয়া আইআইটি বম্বের৷ 

কর্তৃপক্ষের দাবি, পড়ুয়াদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আইআইটি বম্বের এই সিদ্ধান্ত নিয়েছে৷ পড়ুয়াদের পাশাপাশি কর্মচারীদেরও সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এমন কিছু বলা যাবে না, যাতে কেন্দ্রীয় সরকারে সমালোচনা হিসাবে গণ্য হয়৷ পড়ুয়াদেরও জানিয়ে দেওয়া হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে চলবে না রাজনীতি৷ দেওয়া যাবে না কোনও রাজনৈতিক স্লোগান৷  তবে, প্রয়োজনে তাঁরা ক্যাম্পাসের বাইরে গিয়ে নিজেদের রাজনৈতিক মত প্রকাশ করতে পারেন৷ কিন্তু, তাতেও রয়েছে শর্ত৷ ক্যাম্পাসের বাইরে রাজনৈতিক মত প্রকাশে আইআইটি বম্বের নাম কোনও ভাবেই মুখে আনা যাবে না৷ পাঠে প্রতিষ্ঠানের নাম খারাপ হয়৷ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা৷

পড়ুয়াদের অভিযোগ, জেএনইউ হোস্টেলে হামলার পর প্রতিবাদ জানিয়েছিলেন আইআইটির পড়ুয়ারা৷ আর সেই প্রতিবাদ রুখতেই কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বলে অভিযোগ৷ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংবিধান পাঠ করে প্রতিবাদ করছেন পড়ুয়ারা৷ অন্য পড়ুয়াদের সংবিধানের বিভিন্ন ধারা বুঝিয়ে তাঁদের অধিকার সম্বন্ধে সচেতনতা করার কাজও করছেন পড়ুয়াদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − three =