নয়াদিল্লি: বারাণসী লোকসভা আসন নিয়ে তিনি নিশ্চিন্ত। কিন্তু সামগ্রিকভাবে পূর্ব উত্তরপ্রদেশ নিয়ে চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে নরেন্দ্র মোদির। বারাণসী কেন্দ্রে যাতে বিজেপি বিরোধী ভোট বিভাজিত না হয় সেই প্রয়াস করছে বিরোধীরা।
কিন্তু সেক্ষেত্রে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, কংগ্রেস এবং আম আদমি পার্টি প্রতিটি দলকেই মিলিত প্রার্থী দিতে হবে। ২০১৪ সালের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এই চারটি দলের মোট প্রাপ্ত ভোটের থেকেও নরেন্দ্র মোদি বেশি ভোট পেয়েছিলেন। সুতরাং এবারও এই চার দল একজোট হয়ে মোদির বিরুদ্ধে প্রার্থী দিলেও মোদির ভোটব্যাঙ্কে বিশেষ হেরফের হবে না বলেই নিশ্চিত। কিন্তু ঠিক এখানেই চলে এসেছে প্রিয়াঙ্কা ফ্যাক্টর। এবার পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বে প্রিয়াঙ্কা। আর তিনি বারাণসীকেই ক্যাম্প করে প্রচার করবেন বলে স্থির করেছেন।