অবশেষে রাহুল-প্রিয়াঙ্কাকে হাথরাসে যাওয়ার অনুমতি, প্রতিবাদে পথে তৃণমূল নেত্রী

অবশেষে রাহুল-প্রিয়াঙ্কাকে হাথরাসে যাওয়ার অনুমতি, প্রতিবাদে পথে তৃণমূল নেত্রী

নয়াদিল্লি: অবশেষে হাথরাসে নির্যাতিতার পরিবারের সঙ্গে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢ়ড়াকে দেখা করার অনুমতি দিল উত্তরপ্রদেশ সরকার৷ রাহুল ও প্রিয়াঙ্কা সহ পাঁচ কংগ্রেস নেতাকে হাথরাসে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে৷ তবে এদিন রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে ৩৫ জন কংগ্রেস সাংসদকে নিয়ে হাথরাসের দিকে রওনা হন৷ তাঁদের সঙ্গে উত্তরপ্রদেশ সীমান্তে এসে পৌঁছয় কয়েক হাজার কংগ্রেস কর্মী-সমর্থক৷ কিন্তু তাঁদের রাজ্যে ঢোকার অনুমতি দেওয়া হয়নি৷ 

আরও পড়ুন- পুলিশি তদন্তে বিস্ফোরক দলিত পরিবার! ফের হাথরাসের পথে রাহুল, কটাক্ষ স্মৃতির

বৃহস্পতিবারও নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা৷ তাঁদের আসার আগে জারি করা হয় ১৪৪ ধারা৷ যমুনা এক্সপ্রেসওয়েতে তাঁদের পথ আটকায় যোগী রাজ্যের পুলিশ৷ এমনকী রাহুলকে ধাক্কা দিয়ে মাটিতেও ফেলে দেওয়া হয়৷ পরে তাঁদের গ্রেফতার করে পুলিশ৷ দু’দিন পর এদিন ফের হাথরাসের পথে রওনা দেন তাঁরা৷ এদিন সকালে টুইট করে রাহুল বলেন,  ‘‘পৃথিবীর কোনও শক্তি হাথরাসে ওই অসহায় পরিবারের সঙ্গে দেখা করা থেকে আমাকে আটকাতে পারবে না৷’’ 

রাহুল-প্রিয়াঙ্কা ছাড়াও হাথরাসে দলিত পরিবারের সঙ্গে এদিন দেখা করবেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং তৃণমূল কংগ্রেসের নেতারা৷ এর আগে হাথরাসে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল তৃণমূল সাংসদদেরও৷ এদিন ওই দলিত পরিবারের সঙ্গে দেখা করেছেন উত্তরপ্রদেশ পুলিশের দুই শীর্ষ কর্তা৷ নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন তাঁরা৷ 

আরও পড়ুন- করোনা আবহে নয়া বিপদ ‘কঙ্গো জ্বর’! সতর্কতা জারি রাজ্যে

অন্যদিকে, উত্তরপ্রদেশের এই লজ্জাজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপি’র বিরুদ্ধে পথে নামার কর্মসূচি নিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলিতদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব হলেন তিনি৷  হাথরাসের ঘটনার প্রতিবাদে শনিবার বিকেল চারটের সময় কলকাতার রাজপথে মিছিল করে তৃণমূল। পথে নামবেন স্বয়ং তৃণমূল নেত্রী। মিছিল যাবে বিড়লা তারামণ্ডল থেকে গান্ধী মূর্তি পর্যন্ত। করোনা পরিস্থিতির জেরে দীর্ঘদিন মিটিং-মিছিল বন্ধ রেখেছেন তৃণমূল নেত্রী। ২১ জুলাই ও ২৮ আগস্ট দলের কর্মসূচি হয়েছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে। দু’টি কর্মসূচিতেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিয়েছিলেন নেত্রী। কিন্তু দলিত সমাজের উপর বিজেপি শাসিত রাজ্যে যে নির্মম ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনেই প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 12 =