প্রিয়াঙ্কার প্রশংসা মুলায়ম পুত্রবধূর

লখনউ: এবার প্রিয়াঙ্কা গান্ধীর প্রশংসায় সমাজবাদী পার্টির প্রাক্তন প্রধান মুলায়ম সিং যাদবের ছোট পুত্রবধূ অপর্ণা যাদব। তাঁর মতে, উত্তরপ্রদেশে বিজেপিকে পরাজিত করতে হলে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের মধ্যে জোট হওয়া উচিত। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী পদের প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কাকে তুলে ধরা হলে নির্বাচনে ভালো ফল সম্ভব। পাশাপাশি ‘ভাইয়া’ অখিলেশ যাদবকেও সপা-বিএসপির জোট নিয়ে সতর্ক করেন

প্রিয়াঙ্কার প্রশংসা মুলায়ম পুত্রবধূর

লখনউ: এবার প্রিয়াঙ্কা গান্ধীর প্রশংসায় সমাজবাদী পার্টির প্রাক্তন প্রধান মুলায়ম সিং যাদবের ছোট পুত্রবধূ অপর্ণা যাদব। তাঁর মতে, উত্তরপ্রদেশে বিজেপিকে পরাজিত করতে হলে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের মধ্যে জোট হওয়া উচিত। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী পদের প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কাকে তুলে ধরা হলে নির্বাচনে ভালো ফল সম্ভব। পাশাপাশি ‘ভাইয়া’ অখিলেশ যাদবকেও সপা-বিএসপির জোট নিয়ে সতর্ক করেন তিনি।

বুধবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তরপ্রদেশের একটি অংশের দায়িত্ব দিয়েছেন। প্রিয়াঙ্কাকে রাজ্যে স্বাগত জানাই। তিনি বলেন, ২০১৭ সালে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী পদের প্রার্থী হিসেবে শীলা দীক্ষিতকে তুলে ধরে ‘ভুল’ করেছিল কংগ্রেস। কিন্তু তখন প্রিয়াঙ্কা গান্ধীর নাম ঘোষণা করা হলে, আজ ভোটের ফলাফল অন্যরকম হতে পারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 9 =