প্রিয়াঙ্কা বাচ্চাদের কটূ কথা শেখাচ্ছেন, কী বললেন যোগী?

আজ বিকেল: প্রিয়াঙ্কা গান্ধীর সামনেই বাচ্চারা মোদিকে বলছেন চৌকিদার চোর হ্যায়। এই কথা শুনে হাসছেন ইন্দিরার নাতনি। কয়েকদিন ধরে এমনই একটি ভিডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। কোনও এক জনসভার ভিডিও সেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা ভিডডের মধ্যে থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বেশ কিছু আপত্তিকর শবদ্ বলতেই বাধা দেন প্রিয়াঙ্কা বলেন, এসব বলতেই ভাল মানুষ হও।

প্রিয়াঙ্কা বাচ্চাদের কটূ কথা শেখাচ্ছেন, কী বললেন যোগী?

আজ বিকেল: প্রিয়াঙ্কা গান্ধীর সামনেই বাচ্চারা মোদিকে বলছেন চৌকিদার চোর হ্যায়। এই কথা শুনে হাসছেন ইন্দিরার নাতনি। কয়েকদিন ধরে এমনই একটি ভিডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। কোনও এক জনসভার ভিডিও সেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা ভিডডের মধ্যে থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বেশ কিছু আপত্তিকর শবদ্ বলতেই বাধা দেন প্রিয়াঙ্কা বলেন, এসব বলতেই ভাল মানুষ হও। যদিও ততক্ষণে সেই আপত্তিকর শব্দের ভিডিও ভাইরাল হয়েছে। আর তাতেই শিশু অধিকার রক্ষা সংস্থার তরফে প্রিয়াঙ্কাকে নোটিস পাঠানো হয়েছে। এর উত্তরে প্রিয়াঙ্কা বলেছেন, তিনি একজন মা হয়ে কীভাবে বাচ্চাদের কটূকথা শেখাবেন, এই অভিয়োগ মিথ্যে।

অন্যদিকে প্রিয়াঙ্কার জনসভার সেই ভিডিও ক্লিপিংস নজরে আসতেই আক্রমণ শানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, শাহজাদি বাচ্চাদের কটূকথা শেখাচ্ছেন। এমনিতেই কংগ্রেসের পরিবারতন্ত্রের প্রসঙ্গ তুলে যখনতখন রাহুলকে আক্রমণ করা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অব্যাস হয়ে গিয়েছে। মোদি-শাহ জুটি তো এবিষয়ে ভালরকম হাত পাকিয়েছেন। এবার সেই কাজেই জোর দিলেন যোগী। রাহুল গান্ধীকে বিজেপি বরাবর শাহজাদা বলে কটাক্ষ করে এসেছেন, সেই একই সুরে সুর মিলিয়ে প্রিয়াঙ্কাকে শাহজাদি বললেন আদিত্যনাথ।

রাহুল একধািক জনসভায় মোদিকে কটাক্ষ করে বলেছেন চৌকিদার চোর হ্যায়। যোগী, সেই কটাক্ষের পাল্টা দিয়ে বললেন, শাহজাদি বাচ্চাদের কটূ কথা শেখাচ্ছেন। বিষয়টি নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যেই শুর হয়েছে চাপানউতোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =