আগ্রা যাওয়ার পথে ধুন্ধুমার, ফের প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করল যোগী রাজ্যের পুলিশ

আগ্রা যাওয়ার পথে ধুন্ধুমার, ফের প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করল যোগী রাজ্যের পুলিশ

লখনউ:  উত্তরপ্রদেশে তুলকালাম৷ আগ্রা যাওয়ার পথে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢড়াকে আটক করল পুলিশ৷ লখনউ-আগরা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করে তাঁকে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের দাবি, আগ্রায় ১৪৪ ধারা জারি থাকায় তাঁকে বাধা দেওয়া হয়৷ 

আরও পড়ুন- বাড়তে চলেছে সিগারিট-বিড়ির দাম, চিন্তায় ধূমপায়ীরা

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের অম্বেডকরনগরে লকআপে পুলিশি হেফাজতে এক সাফাইকর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে৷ বুধবার দুপুরে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে আগ্রা যাচ্ছিলেন প্রিয়াঙ্কা৷ সেই সময়েই তাঁকে বাধা দেওয়া হয়৷  প্রায় ২ ঘণ্টা আটকে রাখা হয় প্রিয়াঙ্কা গান্ধী ও উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লুর কনভয় । শেষমেশ প্রিয়ঙ্কাোকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশের বক্তব্য, ১৪৪ ধারা জারি করা রয়েছে৷ এত ভিড় নিয়ে সেখানে যাওয়া যাবে না৷ 

এদিকে পুলিশি বাধার মুখে প্রিয়াঙ্কা বলেন, ‘‘সরকারের স্ট্র্যাটেজি বুঝে উঠতে পারছি না৷ কেন বারবার উত্তরপ্রদেশে আমাকে আটকানো হচ্ছে।’ ওয়াকিবহাল মহলের মতে, উত্তরপ্রদেশ পুলিশ চাইছে না মৃতের অন্ত্যোষ্টি শেষের আগে প্রিয়ঙ্কা তাঁর পরিবারের সঙ্গে দেখা করুক৷ সে কারণেই এদিন দুপুর ২টো নাগাদ প্রিয়াঙ্কাকে আটকানো হয়৷ ৪ টে পর্যন্ত রাস্তাতেই আটকে থাকে তাঁর কনভয়৷ পরে আটক হন তিনি৷ 

এদিকে প্রিয়াঙ্কাকে গ্রেফতারের প্রতিবাদে লখনউ-আগরা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ দেখান কংগ্রেসকর্মীরা। প্রসঙ্গত, পথে অবরুদ্ধ থাকার সময় একাধিক কংগ্রেস কর্মী এসে তাঁর সঙ্গে কথা বলেন। এমনকী অনেক মহিলা এসে প্রিয়ঙ্কার সঙ্গে সেলফিও তোলেন। উল্লেখ্য,  মঙ্গলবারই উত্তরপ্রদেশে মহিলাদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণের কথা ঘোষণা করেন প্রিয়াঙ্কা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *