নয়াদিল্লি: উৎসবের আবহে গতকাল বড়োসড়ো ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষকে বড় স্বস্তি দিয়ে ঘোষণা করা হয়েছে যে পেট্রোল এবং ডিজেলের দাম কমছে। আজ থেকেই নতুন নিয়ম কার্যকর এবং কিঞ্চিত কম হয়েছে জ্বালানির দাম। কিন্তু কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী মনে করছেন যে, এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার একদমই মন থেকে নেয়নি বরং ভয় থেকে নিয়েছে! এই ইস্যুতে বিজেপি সরকারকে একহাত নিয়েছে ‘হাত’ শিবির।
কংগ্রেসের বক্তব্য, ১৪টা বিধানসভা এবং ২টি লোকসভা হারার পর এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার, তার আগে উত্তরোত্তর দাম বাড়ানো হয়েছে। আর এখন ৫ টাকা, ১০ টাকা কমানো হচ্ছে। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা এমন তথ্য দিয়েই আক্রমণ করেছেন কেন্দ্রীয় সরকারকে। এদিকে প্রিয়াঙ্কা গান্ধীর কথা অনুযায়ী, এই সিদ্ধান্ত মন থেকে নেওয়া নয়। ভয় থেকে নেওয়া। এই লুটের সরকারকে আগামী নির্বাচনে জবাব দিতে হবে। পাশাপাশি দলের তরফে এটিকে নতুন একটি জুমলাও পর্যন্ত বলা হয়েছে। উল্লেখ্য, পেট্রোল এবং ডিজেলের লিটার প্রতি আবগারি শুল্ক যথাক্রমে ৫ টাকা এবং ১০ টাকা কমানো হয়েছে। তবে শুধু কংগ্রেস নয়, তৃণমূলও একযোগে আক্রমণ করেছে বিজেপি সরকারকে। তৃণমূল নেতা যশবন্ত সিনহা বলেছেন, নাগরিকদের কোটি কোটি টাকা লুট করার পর মাত্র কয়েক টাকা স্বস্তি দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গতকাল এই ব্যাপারে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছিল, দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও উন্নত করার জন্য কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পেট্রোল এবং ডিজেলের আবগারি শুল্ক কমানো হল। দেশের গরীব এবং সাধারণ মধ্যবিত্ত মানুষের চাপ কমানোর লক্ষ্যে সরকারের এবং সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রক আরো বলছে, বিগত কয়েক মাস ধরে জ্বালানির দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছিল, আন্তর্জাতিক ক্ষেত্রেও এর প্রভাব বাড়ছিল। তবে ভারত সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে যে জ্বালানির আবগারি শুল্ক কমিয়ে দেশের মানুষের চাপ কিছুটা কমানোর চেষ্টা করবে।