ট্রাম্প সফরে ১০০ কোটি, শ্রমিকদের ফেরানোর খরচ সরকার কেন বহন করবে না: প্রিয়াঙ্কা গান্ধী

ট্রাম্প সফরে ১০০ কোটি, শ্রমিকদের ফেরানোর খরচ সরকার কেন বহন করবে না: প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি: অনেক টালবাহানার পর অসংগঠিত শ্রমিকদের ঘরে ফেরার বন্দোবস্ত হয়েছে। তবে তাঁদের ফেরার খরচ নিয়ে শুরু হয়েছে সরকার ও বিরোধীদের তর্জা। কেন তাঁদের নিখরচায় রাজ্যে ফেরানো হবে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। একই সুর শোনা গেল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর টুইটেও। যদিও সংবাদসূত্রে জানা গেছে, সোমবার বিজেপি-র তরফে জানানো হয়েছে, অসংগঠিত কর্মীদের বিনা খরচেই ফেরানো হবে ঘরে।

রাজ্যের বাইরে আটকে পড়া কর্মীদের ফেরাতে কেন্দ্র সরকার কেন ব্যয় বহন করছে না, তা নিয়ে কংগ্রেসের তরফে বিরোধিতা ইতিমধ্যেই অনেকে করেছেন। এমনকী, সনিয়া গান্ধী জানিয়েছেন, শ্রমিকদের ফিরিয়ে আনার হরচ বহন করবে সরকার। তবে সোমবার সকালের টুইটে প্রিয়াঙ্কা গান্ধীর পোস্টেও একই সুর দেখা গেছে।

তিনি লিখেছেন, 'আমরা যখন প্রবাসী ভারতীয়দের দেশে ফেরানোর জন্য বিনা খরচে বিমানে চাপিয়ে আনতে পারি, নমস্তে ট্রাম্প কর্মসূচির জন্য সরকারি খাত থেকে ১০০ কোটি টাকা ব্যয় করতে পারি কিংবা রেলমন্ত্রী যখন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫১ কোটি টাকা অনুদান দিতে পারেন, তাহলে অসংগঠিত শ্রমিকদের নিজের নিজের রাজ্যে ফিরিয়ে আনার জন্য নিখরচায় রেল যাত্রার সুবিধা কেন দিতে পারি না?' যদিও প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) সূত্রের খবর, বিজেপি জানিয়েছে, শ্রমিকদের রাজ্যে ফেরানোর ক্ষেত্রে ৮৫ শতাংশ ভর্তুকি দেবে ভারতীয় রেল এবং ১৫ শতাংশ খরচ বহন করবে রাজ্য।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের প্রসঙ্গ টেনে এর আগেও কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেছিলেন, 'ট্রাম্প সফরের জন্য কেন্দ্র ১০০ কোটি টাকা খরচ করছে। সেই অর্থ ব্যয় হচ্ছে একটি কমিটির মাধ্যমে। যদিও কমিটির সদস্যরাই জানেন না যে, তাঁরা এই বিশেষ কমিটির সদস্য। এই কমিটিতে কোন মন্ত্রক অর্থ দিয়েছে, তা জানার অধিকার কি দেশের মানুষের নেই?' ফের শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার ঘটনায় ট্রাম্প সফরের প্রসঙ্গই তুললেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 10 =