রাজনীতিতে পা রাখেই বড় পদ পেলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি: রাজনীতিতে পা রাখেই বড় পদ পেলেন প্রিয়াঙ্কা গান্ধী৷ যোগীর রাজ্যে কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন প্রিয়াঙ্কা গান্ধী৷ তাঁকে পূর্ব উত্তর প্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়ছে৷ প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের হয়ে পুরোপুরি রাজনীতিতে নামবেন একথা গত কয়েকবছর ধরেই চলছে৷ তবে প্রিয়াঙ্কা দলের হয়ে প্রচার করলেও সক্রিয় রাজনীতিতে গা ঘামাননি৷ শুধু মা ও দাদার হয়ে প্রচার

রাজনীতিতে পা রাখেই বড় পদ পেলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি: রাজনীতিতে পা রাখেই বড় পদ পেলেন প্রিয়াঙ্কা গান্ধী৷ যোগীর রাজ্যে কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন প্রিয়াঙ্কা গান্ধী৷ তাঁকে পূর্ব উত্তর প্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়ছে৷

প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের হয়ে পুরোপুরি রাজনীতিতে নামবেন একথা গত কয়েকবছর ধরেই চলছে৷ তবে প্রিয়াঙ্কা দলের হয়ে প্রচার করলেও সক্রিয় রাজনীতিতে গা ঘামাননি৷ শুধু মা ও দাদার হয়ে প্রচার করেছেন৷ এবার দলের ব্যাটন নিজের হাতেই তুলে নিতে চলেছেন প্রিয়াঙ্কা৷ দীর্ঘ নীরবতার পর অবশেষে রাজনীতির ময়দানে নেমেই পড়লেন প্রিয়াঙ্কা৷ রাজনীতি নামতেই পেয়ে গিয়েছেন বড় পদ৷ যোগীর রাজ্যে গুরুদায়িত্ব এখন তাঁর ঘাড়েই চাপিয়েছেন সোনিয়া-রাহুল৷

পুরনো কংগ্রেসিদের অনেকেই বলেন, তাঁর চলনে-বলনে খুঁজে পান ইন্দিরা গান্ধীর ছায়া৷ গত লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পর আওয়াজ ওঠে প্রিয়াঙ্কা লাও, কংগ্রেস বাঁচাও৷ এসবের পরও তিনি কিন্তু নিজেকে আমেথি-রায়বরেলির চৌহদ্দিতেই আটকে রেখেছিলেন৷ এবার পাল্টে গেল পরিস্থিতি৷ যোগীর রাজ্যে যোগ্য জবাব দিতে প্রস্তুতি শুরু করে দিলেন রাজীব-তনয়া৷

রাজনৈতিক পর্যবেক্ষক মহলের আশঙ্কা, প্রিয়াঙ্কা রাজনীতির ময়দানে নামতেই বিজেপি খুঁচিয়ে তুলতে পারে রবার্ট বঢ়রার জমি কেলেঙ্কারির প্রসঙ্গ৷ ফলে, শুরুতেই আঘাত আসতে পারে হাত শিবিরে৷ মূলত, এই আশঙ্কায় তাতে এতদিন সায় দেননি সোনিয়া৷ কিন্তু, লোকসভা নির্বাচনের আগে বেশ এগিয়ে কংগ্রেস শিবির৷ ফলে, বিজেপির নানান কেলেঙ্কারির পেছনে নগণ্য হয়ে উঠতে পারে জামাইয়ের জমি কেলেঙ্কারির প্রসঙ্গ৷ কংগ্রেসের একাংশ মনে করছে, উত্তরপ্রদেশে বাইরেও বড় ভূমিকা নিতে পারেন প্রিয়াঙ্কা৷ ফলে, লোকসভা ভোটের আগে হিসাব কষেই প্রিয়াঙ্কাকে গুরুদায়িত্ব ছাড়াল গান্ধী পরিবার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 3 =