নয়াদিল্লি: ভাইয়ো অউর বহেনো। রাজনৈতিক নেতারা ভাষণ দেওয়ার সময় এই চলতি রীতিই মেনে চলেন। কিন্তু গুজরাতের প্রথম ভাষণেই সেই রীতি ভেঙে ফেলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। বহেনো শব্দটিকে আগে উল্লেখ করেছেন তিনি।
বেশিরভাগের নজর এড়িয়ে গেলেও, এই বিষয়টি নজর এড়ায়নি কংগ্রেস সাংসদ সুস্মিতা দেবের। ট্যুইটে তিনি লিখেছেন, গুজরাতে প্রিয়াঙ্কা গান্ধীজির ভাষণ বহু কারণেই স্মরণীয়। বেশিরভাগ মানুষ যে রীতি মেনে চলেন তা পাল্টে দিয়ে ভাইয়ের আগে বোনকে নিয়ে আসাটা আমার ভালো লেগেছে। সেই ট্যুইটের জবাবে প্রিয়াঙ্কা লিখেছেন, আমি ভেবেছিলাম, কেউ এটা লক্ষ্য করেনি।