ফেসবুক বিতর্ক শশী থারুরের বিরুদ্ধে নোটিশ বিজেপি সাংসদের

ফেসবুক বিতর্ক শশী থারুরের বিরুদ্ধে নোটিশ বিজেপি সাংসদের

 

নয়াদিল্লি:  ফেসবুককে কেন্দ্র করে তোলপাড় জাতীয় রাজনীতি৷ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের বিরুদ্ধে প্রভিলেজ মোশন নোটিশ আনেন কংগ্রেস নেতা শশী থারুর৷ এর পরেই ময়দানে নেমে তথ্যপ্রযুক্তির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শশী থারুর এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর অভিযোগ, সংসদীয় কাঠামোর রীতিনীতির সীমা ছাড়িয়ে এই নোটিশ পাঠানো হয়েছে৷ 

আরও পড়ুন- উপত্যকা থেকে সরছে ১০ হাজার আধা সেনা, সিদ্ধান্ত কেন্দ্রের

সম্প্রতি সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসায় মদত দিতে ফেসবুকে বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে তেলঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজার বিরুদ্ধে৷ এর পরেই আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়, বিজেপি নেতাদের বিরুদ্ধে ‘বিদ্বেষ রোধ আইন’ প্রয়োগে ভয় পায় ফেসবুক৷ যার জেরেই টি রাজার বিরুদ্ধে ‘বিদ্বেষ রোধ আইন’ প্রয়োগে বাধা দিয়েছেন ভারতে ফেসবুকের পাবলিক পলিসি এগজিকিউটিভ আঁখি দাস। বিজেপি নেতাদের আইনভঙ্গকারী হিসেবে শাস্তি দিলে ভারতে ফেসবুকের ব্যবসায়িক ক্ষতি হতে পারে বলে দাবি করেছেন তিনি। এর পরেই নিশিকান্ত দুবের বিরুদ্ধে প্রভিলেজ মোশন নোটিশ আনেন শশী থারুর৷ ফেসবুকের প্রতিনিধিকেও তলব করেন তিনি৷  বিজেপির পাল্টা দাবি, ফেসবুক বিতর্কে সংস্থাকে স্ট্যান্ডিং কমিটির সামেন আসতে বলে, কংগ্রেস নিজের স্বার্থসিদ্ধি করছে। কংগ্রেস চাইছে তাদের কথায় স্ট্যান্ডিং কমিটি চলুক। নিশিকান্তের দাবি, স্ট্যান্ডিং কমিটির কোনও মিটিংয়ে ফেসবুককে সমন করা নিয়ে শশী থারুর সদস্যদের আগে কোনও কিছুই জানাননি। আর এই মর্মেই স্ট্যান্ডিং কমিটির সদস্য নিশিকান্ত দুবে শশী থারুরকে প্রিভিলেজ মোশানের নোটিস পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন-   কংগ্রেসের লাগাম ছাড়ুক গান্ধী পরিবার, নয়া দাবি প্রিয়াঙ্কার

দুবে বলেন, ‘‘স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা না করে কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই চেয়ারম্যানের৷ কমিটি এবং স্পিকারের অনুমোদন ছাড়াই রাহুল গান্ধীর এজেন্ডা বন্ধ করুন৷’’

এদিকে, কংগ্রেসের সমর্থনে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ তিনি বলেন, শশী থারুর ফেসবুককে কমিটির সামনে ডেকে পাঠানোয় অযাচিতভাবে তাঁকে টার্গেট করছেন বিজেপি নেতারা। ফেসবুকের স্বার্থের জন্য সবকিছু করতে পারে বিজেপি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − nine =