জেলের খাবার মুখে তোলা যাচ্ছে না, নালিশ ক্রিশ্চিয়ান মিচেলের

নয়াদিল্লি: ‘আমাকে শুধু সেদ্ধ করা সব্জি খেতে দেওয়া হচ্ছে।’ বৃহস্পতিবার বিশেষ সিবিআই আদালতে তিহার জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন ভিভিআইপি চপার কেলেঙ্কারির অন্যতম মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিচেল। অভিযোগের সপক্ষে মেডিক্যাল রিপোর্ট তুলে ধরে মিচেল বিচারককে বলেন, ‘এই দেখুন। তিহার জেলে আসার পর আমার ১৬ কেজি ওজন কমে গিয়েছে।’ তবে মিচেলের হয়ে আইনি লড়াই করা ব্রিটিশ

জেলের খাবার মুখে তোলা যাচ্ছে না, নালিশ ক্রিশ্চিয়ান মিচেলের

নয়াদিল্লি: ‘আমাকে শুধু সেদ্ধ করা সব্জি খেতে দেওয়া হচ্ছে।’ বৃহস্পতিবার বিশেষ সিবিআই আদালতে তিহার জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন ভিভিআইপি চপার কেলেঙ্কারির অন্যতম মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিচেল। অভিযোগের সপক্ষে মেডিক্যাল রিপোর্ট তুলে ধরে মিচেল বিচারককে বলেন, ‘এই দেখুন। তিহার জেলে আসার পর আমার ১৬ কেজি ওজন কমে গিয়েছে।’

তবে মিচেলের হয়ে আইনি লড়াই করা ব্রিটিশ সংস্থা বিষয়টি নিয়ে এগিয়েছে আরও খানিকটা। সরাসরি রাষ্ট্রসঙ্ঘের দ্বারস্থ হয়েছে তারা। সেখানে দাবি করা হয়েছে, স্বীকারোক্তি আদায়ের জন্য তিহার জেলে মিচেলের উপর নির্যাতন চালানো হচ্ছে। তাঁকে এমনভাবে সেখানে দিন কাটাতে হচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘনেরই শামিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =