নয়াদিল্লি: বাংলাদেশের ব়্যাপিড অ্যাকশন পুলিশ ফোর্স লাঠি উত্তেজিত জনতাকে সামলাতে লাঠি চালাচ্ছে। আর সেই ভিডিয়ো টুইট করে ইমরান খান জানাচ্ছেন, উত্তরপ্রদেশে মুসলিমদের পেটাচ্ছে পুলিশ!
খানিকক্ষণ আগেই এই ভিডিয়োটি নজরে এসেছে। আর তারপর থেকে যারপরনাই ক্ষুব্ধ এখানকার নেটিজেনরা। যদিও এই অল্প সময়ের মধ্যে তেমন কাউর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে খবর।
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশের মধ্যে সবচেয়ে অশান্ত হয় উত্তরপ্রদেশ। সেখানে পুলিশের সঙ্গে দফায় দফায় বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। গুলিতে নিহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী। যদিও গুলি চালনোর অভিযোগ অস্বীকার করে পুলিশ। অন্যদিকে, পুলিশের বিরুদ্ধে সেখানে বৃদ্ধ মৌলবীকে হেনস্থা থেকে শুরু করে বাড়ির ভিতর ঢুকে পড়ে কাঁদানে গ্যাসের শেল ফাটানোর অভিযোগ ওঠে।
এই পরিস্থিতিতে পাল্টা উইচ হান্টিংয়ে নেমে পড়ে যোগী-রাজ্যের পুলিশ। বিক্ষোভকারীদের চিহ্নিত করে সরকারি সম্পত্তি ধ্বংসের জন্য তাঁদের কাছ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করে সে রাজ্যের সরকার! যে তালিকায় মৃতের নাম পর্যন্ত ঢুকে পড়ে বলে অভিযোগ।
Prime Minister of Pakistan Imran Khan tweets an old video of violence from Bangladesh and says, ‘Indian police’s pogrom against Muslims in UP.’ pic.twitter.com/6SrRQvm0H9
— ANI (@ANI) January 3, 2020