করোনা আবহে সংহতির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রবিবার ২২-মার্চ সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দেশজুড়ে 'জনতা কার্ফু' ওইদিন বিকেলে ৫ টায় সেই মানুষদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করতে হবে যারা এই সংকটের দিনেও দেশের মানুষের সেবায় সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও বাইরে বেরিয়ে কাজ করছেন।

এখনও পর্যন্ত দেশে করোনার বলি ৪ জন যেখানে বিশ্বজুড়ে ৯০০০ মানুষের প্রাণ কেড়েছে কোভিড-১৯। ভারত তথা বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাবের আবহে বৃহস্পতিবার দেশবাসীর প্রতি সংহতির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের এই দুর্দিনে পরস্পরের সহযোগিতা এবং নিজেদের দায়িত্ব পালনের মাধ্যমে করোনার সঙ্গে লড়াই করার আহ্বান জানিয়েছেন তিনি।

তাঁর বার্তায় মূল যে বিষয়গুলির ওপর আলোকপাত করা হয়েছে-

* প্রত্যেক নাগরিককে সচেতন থাকতে হবে এবং খুব প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হবেন না।

* ষাটোর্ধ্ব নাগরিকদের ঘরেই থাকা উচিত।

*রবিবার ২২-মার্চ সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ঘোষিত 'জনতা কার্ফু' দায়িত্ব নিয়ে পালন করুন। 

*রবিবার 'জনতা কার্ফু'র দিন বিকেলে ৫ টায় সেই মানুষদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করতে হবে যারা এই সংকটের দিনেও দেশের মানুষের সেবায় সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও বাইরে বেরিয়ে কাজ করছেন। যেমন- ডাক্তার, নার্স, সাস্থ্যকর্মী, মিডিয়া কর্মী, সেনাকর্মী, সাফাইকর্মী সহ বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত কর্মীরা।

*এই সংক্রমণের মধ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বন্ধ রাখুন। কোনো অপারেশন হওয়ার কথা থাকলে যদি সম্ভব হয় পিছিয়ে দিন।

*অর্থমন্ত্রীর নেতৃত্বে কোভিড -১৯ ইকোনমিক রেসপন্স টাস্কফোর্স গঠন, অর্থনীতিকে উত্সাহিত করার উপায়গুলি সম্পর্কে সবিস্তারে দেখার জন্য দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখার উপায়গলির দিকেও নজর রাখছে।

* কোনো কারণ বশত বাড়ির পরিচারক-পরিচারিকা, ড্রাইভার, মালির মত সাহায্য কারী কর্মীরা কাজে না এলে তাদের মাইনে কাটবেন না।

*অযথা খাদ্য সংকট নিয়ে দুশ্চিন্তা করবেন না। ভারতে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং রেশন মজুত আছে।

*করোনা নিয়ে কোনও রকম গুজবে কান দেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + two =