নয়াদিল্লি:ডিজিটাল ইন্ডিয়া নিয়ে এত আয়োজন। অথচ সুরক্ষিত নয় প্রধানমন্ত্রীর ওয়েবসাইটও। সরাসরি প্রধানমন্ত্রীর কাছে টুইট করে বিষয়টি জানাল এক ফ্রেঞ্চ হ্যাকার। টুইটারে তিনি নিজেরে অবশ্য ইলিয়ন অল্ডারসন বলে পরিচয় দিয়েছেন। তাঁর দাবি মোদির ওয়েবসাইটে ‘www.narendramodi.in’ বেশ কিছু সুরক্ষাগত খামতি ধরা পড়েছে।
যে কোনও হ্যাকার চাইলেই সাব ডোমেইনের সাহায্য নিয়ে ওয়েবসাইটের তথ্যভাণ্ডারে প্রবেশ করতে পারে। একটি টুইট করে তিনি জানান, আপনার ওয়েবসাইটের সুরক্ষার বিষয়ের একটি গাফিলাতি আমার নজরে এসেছে ৷ কেননা এক অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি আমার নামের একটি ফাইল আপনার ওয়েবসাইটে আপলোড করেছে ৷ তারমানে ওই ব্যাক্তি কাছে আপনার ওয়েবসাইটের সমস্ত ডেটাবেসের অ্যাকসেস রয়েছে ৷ আপনার ওয়েবসাইট সুরক্ষিত করতে চান, তাহলে দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।