ওঁরা ঈশ্বরের রূপ! স্বাস্থকর্মীদের হেনস্থায় কঠোর সাজা, চমর হুঁশিয়ারি মোদির

ওঁরা ঈশ্বরের রূপ! স্বাস্থকর্মীদের হেনস্থায় কঠোর সাজা, চমর হুঁশিয়ারি মোদির

d01b731aa75b7a621c99c0091ad55cb6

নয়াদিল্লি:  মঙ্গলবার মধ্যরাত থেকেই দেশজুড়ে শুরু হয়েছে লকডাউন৷ পরের দিন, অর্থাৎ বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজের সংসদীয় কেন্দ্র বারাণসীর মানুষের সঙ্গে করোনা সংক্রমণ নিয়ে আলোচনা সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ করোনা মরাহামরী পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যকর্মীদের হেনস্থার ঘটনা নিয়েও নিন্দা প্রকাশ করেন প্রধানমন্ত্রী৷

প্রধানমন্ত্রী বলেন, “এই সঙ্কটের সময়ে, সাদা পোশাকে যাঁরা রয়েছেন, তাঁরা ঈশ্বরেরই রূপ। তাঁরা নিজের জীবন বিপন্ন করে অন্যের জীবন রক্ষা করছেন৷’’ তাঁর কথায়, “চিকিৎসক, উহানের উদ্ধারকারী, এয়ার ইন্ডিয়া এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাঁরা ভারতীয়দের ফিরিয়ে এনেছেন তাঁরা আমাদের প্রকৃত নায়ক। আমাদের অবশ্যই তাঁদের সাহায্য করা উচিত। তাঁদের হেনস্থাকারীরা যাতে কঠোর সাজা পায়, তা দেখার  জন্য আমি প্রতিটি রাজ্যের পুলিশ প্রধানদের সঙ্গে কথা বলেছি৷”

স্বাস্থ্যকর্মীদের হেনস্থার নিন্দা করে তিনি বলেন, “কিছু জায়গা থেকে এই ধরণের খবর এসেছে,  যা মনে আঘাত দিয়েছে। আমি সমস্ত নাগরিককে আবদেন করছি, যদি কোনও জায়গায়  এই ধরণের ঘটনা দেখা যায়, যদি আপনারা চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীদের প্রতি কোনও দুর্ব্যবহার দেখতে পান, তাহলে সেখানে গিয়ে মানুষকে বোঝান৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *