নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ মোদির জয়ে তিনি উৎফুল্ল বলেও ভারতে বার্তা পাঠালেন ইমরান৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ শুভেচ্ছা জানিয়েছে চিনা প্রেসিডেন্ট জি জিনপিং ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে৷
এনডিএ সরকারের বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহকে অভিনন্দন জানালেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি। এদিন বেলার দিকে বিবৃতি দিয়ে তিনি বলেন, ‘‘ভারতের মতো এত বৃহৎ ও বিবিধতায় ভরা একটি দেশে সাধারণ নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে দেখে সত্যি আনন্দিত হচ্ছি। নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকল এজেন্সিকে আমার অভিনন্দন। এই নির্বাচনে বিজেপির এই দারুণ সাফল্যর জন্য নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহকে অভিনন্দন জানাই। এছাড়া বিজেপির বার্তা প্রতিটি ভোটারের কাছে পৌঁছে দেওয়ার জন্য দলের প্রতিটি কর্মীকেও অভিনন্দন৷’’
L K Advani, BJP: It’s such a wonderful feeling that in a country as large & diverse as India, electoral process has been so successfully completed & for that, my compliments to the electorate & all the agencies involved. May our great nation be blessed with a bright future ahead. https://t.co/cAX8plrlzr
— ANI (@ANI) May 23, 2019
লোকসভা নির্বাচনে বিপুল আসন নিয়ে ক্ষমতায় ফেরা স্পষ্ট হয়ে গিয়েছে বিজেপির। যাঁর নেতৃত্বে এই লড়াই গেরুয়া শিবির জয় করল অবশেষে তার প্রতিক্রিয়া মিলেছে। ট্যুইট করেছেন প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ট্যুইট, ‘‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের সমান বিজয়ী ভারত। একসঙ্গে আমরা উন্নতির দিকে এগব। একসঙ্গে বিকশিত হব। একসঙ্গে মিলে শক্তিশালী ভারত তৈরি করব। দেশ আবার জয়ী হল৷’’ জানা গিয়েছে, আগামী রবিবার সরকার গঠনের আর্জি জানিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাবে বিজেপি৷ আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী৷ মোদির সেই ভাষণ শুনতে নজর রাখুন আজ বিকেল ডট কমের ফেসবুক পেজ, facebook ়ডট com/Aajbikal/-এ
सबका साथ + सबका विकास + सबका विश्वास = विजयी भारत
Together we grow.
Together we prosper.
Together we will build a strong and inclusive India.
India wins yet again! #VijayiBharat
— Chowkidar Narendra Modi (@narendramodi) May 23, 2019
এদিন টুইট করে মুখ্যমনন্ত্রী লেখেন, ‘‘জয়ীদের অভিনন্দন৷ পরাজিত হওয়া মানেই হার নয়৷ আমাদের সবটাই মূল্যায়ন করতে হবে৷ গণনা প্রক্রিয়া এখনও শেষ হয়নি৷ ভিভিপ্যাট মিলিয়ে দেখা এখনও বাকি৷’’
Congratulations to the winners. But all losers are not losers. We have to do a complete review and then we will share our views with you all. Let the counting process be completed fully and the VVPATs matched
— Mamata Banerjee (@MamataOfficial) May 23, 2019
ভোট শুরুতেই দিল্লি দখলের লক্ষ্যে ৪২-এ ৪২-এর টার্গেট নিয়ে প্রচারে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিল্লিতে তৃণমূল সরকার গড়বে বলেও আশ্বাস দেন৷ কিন্তু, আজ ভোটের ফল প্রকাশের পর পরিস্কার গোটা বিষয়৷ জয়-পরাজয় মেনে নিয়েই এই দলে শুদ্ধিকরণের পথে হাঁটতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷