নয়াদিল্লি: বালতি কিনতে গিয়ে মাথায় হাত! দাম দেখে ভিরমি খাওয়ার জোগাড় ক্রেতাদের৷ ভালো সংস্থার বালতির আর কতই বা দাম হতে পারে৷ ২০০, ২৫০, খুব ভালো হলে নিদেনপক্ষে ৪০০ টাকা। কিন্তু তা বলে ২৬ হাজার টাকা! তাও আবার ২৮ শতাংশ ছাড় দিয়ে৷ এমন আকাশ ছোঁয়া দাম তো কস্মিনকালেও কেউ শোনেনি৷
আরও পড়ুন- মৃত্যু কমলেও দেশে একদিনে ২৭% বাড়ল সংক্রমণ! চিন্তা দিল্লি নিয়ে
এক নামীদামি অনলাইন বিপণি সংস্থায় একটি প্লাস্টিকের বালতির দাম রাখা হয়েছে ২৫ হাজার ৯৯৯ টাকায়। ছাড় বাদ দিলে বালতির দাম ৩৫ হাজার ৯০০ টাকা! বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে নেটপাড়ায়। বালতির দাম দেখে ক্রেতাদের চক্ষু চড়কগাছ। দাম-সহ ওই ‘মূল্যবান’ বালতির ছবির স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রহস্যোদ্ঘাটনে নেমে পড়েছেন নেটিজেনরা৷
এই বালতির বিজ্ঞাপনে লেখা রয়েছে, ‘প্লাস্টিক বাকেট ফর হোম অ্যান্ড বাথরুম সেট অব ১’। সেখানে আবার মাসিক কিস্তি বা ইএমআই-এর বন্দোবস্তও রয়েছে৷ মাসে মাসে ১,২২৪ টাকা করে কিস্তি দিতে হবে। বিবেক রাজু নামে এক টুইটার ইউজার প্রথম ছবিটি নেটমাধ্যমে শেয়ার করেন৷ সেই সঙ্গে লেখেন, ‘অনলাইন দোকাতবে বালতিটি আপাতত আউট অফ স্টক। তাই বিজ্ঞাপনের সঙ্গে লেখা রয়েছে, ‘দিজ প্রডাক্ট ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবেল’।
কিন্তু কীভাবে একটা বালতির দাম এত হতে পারে? সেটা ভেবেই হতবাক খরিদ্দার থেকে আমজনতা৷ রহস্য উদঘাটনে শুরু হয়েছে কাঁটাছেড়া৷ তবে অনেকেরই ধারণা প্রযুক্তিগত ত্রুটির জেরেই এমনটা হয়েছে৷ শুধু বালতি নয়, একটি বিপণি সংস্থায় আবার দু’টি প্লাস্টিক মগের দাম ধার্য করেছে ১০ হাজার টাকা। তাও ছাড় দিয়ে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>