রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ রামনাথ কোবিন্দের, ফের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের

রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ রামনাথ কোবিন্দের, ফের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের

নয়াদিল্লি: শেষের মুখে ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ৫ বছরের কার্যকালের মেয়াদ। আর তাই আজ অর্থাৎ ৯ জুন বৃহস্পতিবার ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। জানা যাচ্ছে আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। ভোট গণনা হবে ২১ জুলাই এবং এই নির্বাচনে তিনি জয়লাভ করবেন তিনি ভারতের নতুন এবং পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন আগামী ২৫ জুলাই। উল্লেখ্য আজ অর্থাৎ বৃহস্পতিবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণার জন্য দুপুর তিনটের সময়ে একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল। ওই সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হল।

কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এই নির্বাচনে ভোট দেবেন মোট ৪৮০৯ জন ভোটার। এ নির্বাচন প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন কোন রাজনৈতিক দলই এই নির্বাচনে’ হুইপ জারি করতে পারবেন না।

 উল্লেখ্য আগামী ২৪ জুলাই ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ৫ বছরের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। ২০১৭ সালে তৎকালীন বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ তথা ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। ২০১৭ সালের ২১ জুলাই হয়েছিল সেই নির্বাচন এবং তাতেই প্রাক্তন লোকসভার স্পিকার মীরা কুমারকে হারিয়ে দেশের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে জয়লাভ করেছিলেন রামনাথ কোবিন্দ। ২৪ জুলাই তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আর তাই ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদান প্রক্রিয়ার তারিখ হিসাবে চিহ্নিত করা হল। জানা যাচ্ছে এই ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন ৭৭৬ জন সাংসদ এবং ৪১২০ জন বিধায়ক। অন্যদিকে নির্বাচনের মোট ভোটের মূল্য হল ১০ লক্ষ ৯৮ হাজার ৯০৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 18 =