জ্বলছে দিল্লি, মুখ খুললেন ট্রাম্প! ধর্মীয় স্বাধীনতায় জোরালো সওয়াল

জ্বলছে দিল্লি, মুখ খুললেন ট্রাম্প! ধর্মীয় স্বাধীনতায় জোরালো সওয়াল

নয়াদিল্লি:  মঙ্গলবার সকাল থেকে দিল্লির একাধিক জায়গা থেকে নতুন করে সংঘর্ষের খবর আসতে শুরু করেছে। লাঠি, লোবার রড নিয়ে একটি দলকে ঘুরে বেড়াতে দেখতে পাওয়া গিয়েছে। বেশ কয়েকটি বাড়ি ও দোকানে আগুন জ্বালিয়ে দিতে দেখা গিয়েছে। উত্তপ্ত দিল্লিতে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শতাধিক মানুষ আহত হয়েছেন৷ রাজধানী দিল্লির এই পরিস্থিতি দেখে এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

নাগরিক আইনের বিরুদ্ধে লাগাতার হিংসা প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, ‘‘ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে আমাদের কথা হয়েছে৷ হায়দরাবাদ হাউসে এই নিয়ে মোদির সঙ্গে কথা হয়েছে আমাদের৷ আমি চাই, ভারতে ধর্মীয় স্বাধীনতা বজায় থাকুক৷’’ আজ হায়দরাবাদ হাউসে যৌথ প্রেস বিবৃতির পর মধ্যাহ্নভোজ করেন ডোনাল্ড ট্রাম্প৷ মধ্যাহ্নভোজ সেরে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প৷ দেশ ওবিদেশের সাংবাদিকদের সামনে দিল্লির হিংসার প্রসঙ্গ ওঠে৷

নাগরিক আইনের বিরুদ্ধে হিংসার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘নাগরিক আইন নিয়ে মোদীর সঙ্গে কথা হয়নি৷ তবে এটা এখানে আমি আলোচনা করতে চাই না৷ কারণ এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়৷ আমেরিকা এই নিয়ে কোনও মন্তব্য করবে না৷ মোদির সরকার এটা নিয়ে কাজ করছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 7 =