নয়াদিল্লি: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে দু’দিন আগে দেশ জুড়ে উৎসবে সামিল হয়েছিলেন মানুষ। কিন্তু এই জাতীয় উৎসবকে ঘিরে যেন কিছুতেই থামছে না বিতর্ক। কলকাতায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় শ্রী রাম’ স্লোগানকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের রেশ এখনও কাটেনি। তার মাঝেই দিল্লিতে তৈরি হল নতুন বিতর্ক।
দেশ নায়ক নেতাজিকে জন্মবার্ষিকীর শ্রদ্ধা জানাতে ২৩ জানুয়ারি দিল্লির রাষ্ট্রপতি ভবনে সুভাষচন্দ্র বসুর একটি ছবি উন্মোচন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই ছবিকে কেন্দ্র করেই শুরু হয়েছে নতুন বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে, রাষ্ট্রপতি ভবনে যে ছবির উন্মোচন করা হয়েছে তা আদতে নেতাজি নয়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি। সৃজিত মুখার্জী পরিচালিত ‘গুমনামী’ সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন নেতাজির ভূমিকায়। নেটিজেনদের একাংশের দাবি, সেই ছবি নাকি উন্মোচন করেছেন রাষ্ট্রপতি!
বস্তুত, রাষ্ট্রপতি ভবনে রামনাথ কোবিন্দের উন্মোচিত নেতাজির ছবি শেয়ার করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়্যাল টুইটার অ্যাকাউন্ট থেকে এই ছবি শেয়ার করার পরেই তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নেতাজির মতো মহান দেশ নায়কের জন্মদিনে এহেন ছবি বিভ্রাটে এখন রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া। এক্ষেত্রে উল্লেখযোগ্য, রাষ্ট্রপতির উন্মোচিত ছবি যে আদতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের, সোশ্যাল মিডিয়ায় প্রথম সে দাবি তোলেন তৃণমূল এক সাংসদ৷ এরপরই বিষয়টি লক্ষ করেন বাকিরাও৷
রাষ্ট্রপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি উন্মোচন করেছেন, এমন দাবি করে এদিন তৃণমূলের এক সাংসদ ট্যুইটারে লেখেন, ‘‘এই সরকার দেশ রক্ষা করতে পারবে না। ভগবানই রক্ষা করুন।’’ তবে বিতর্কের পর নিজের ট্যুইট মুছেও দেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ৷ কিন্তু বাস্তবে, রাষ্ট্রপতি যে ছবি উন্মোচিত করেছেন, তা নেতাজির আসল ছবি। সুভাষচন্দ্র বসুর একটি হাতে আঁকা পোর্ট্রেট সেটি, দাবি করেছেন অনেকে৷ চিত্রকর পরেশ মাইতি, বসু পরিবারের সদস্যা জয়ন্তী বসু রক্ষিতের কাছ থেকে নেওয়া একটি নেতাজির ছবির উপর ভিত্তি করে এঁকেছেন বলেও জানিয়েছেন তাঁরা৷