ভারত ওষুধ না পাঠালে দেখে নেব, চরম হুঁশিয়ারি ট্রাম্পের! পিছু হটল কেন্দ্র

ভারত ওষুধ না পাঠালে দেখে নেব, চরম হুঁশিয়ারি ট্রাম্পের! পিছু হটল কেন্দ্র

f77cd640364009f6314693e0e188ce86

নয়াদিল্লি ও ওয়াশিংটন: মহামারী করোনার জেলে জেরবার গোটা আমেরিকা৷ এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার মার্কিন নাগরিকের৷ গত ২৪ ঘণ্টায় এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে আমেরিকায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে করোনার চিকিৎসার জন্য মোদি শরণাপন্ন হয়েছিলেন ট্রাম্প৷ প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে করোনা মোকাবিলার জন্য হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ কিন্তু সেই আবেদনে ভারতের তরফে সাড়া না মেলায় এবার চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ ট্রাম্পের হুঁশিয়ার পর হাইড্রক্সিক্লোরোকুইন রফতানির উপর নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা কেন্দ্রের৷

ভারত থেকে করোনা চিকিৎসার জন্য ব্যবহৃত হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট না পেলে পাল্টা ব্যবস্থা নেবে আমেরিকা৷  মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন না পেলে ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা কেন নেওয়া হবে না৷ গতকাল রাতেই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘রবিবার আমার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কথা হয়েছিল৷ আমাদের যা লাগবে, সেই হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করতে ভারত সম্মতি দেওয়ায় আমি মোদিকে ধন্যবাদ জানিয়েছি৷ যদি ভারত সরকার হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ সরবরাহে রাজি না হয়, তাহলে আমরা পাল্টা পদক্ষেপের কথা ভাবব৷ আচ্ছা বলুন তো, আমরা কেন সেই পদক্ষেপ নেব না?’’

মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি পর হাইড্রক্সিক্লোরোকুইন  ওষুধ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে জানিয়েছে ভারত৷ বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রতিবেশী ও মহামারীতে নাজেহাল যে সমস্ত দেশ রয়েছে, সেই সমস্ত দেশে হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ সরবরাহ করা হবে৷ ভারত হাইড্রক্সিক্লোরোকুইন পাঠাবে প্রতিবেশী দেশগুলিকে৷ প্যারাসিটামল ও হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে৷ এছাড়াও যে সমস্ত দেশে করোনা মহামারীর আকার নিয়েছে সেই সমস্ত দেশেও এই ওষুধ পাঠানো হবে বলে জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক৷

কিন্তু ওষুধ না পেলে কেন ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? এই নিয়ে গোটা বিশ্বজুড়ে বিতর্ক তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট৷ ভারতের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক ভেঙে কেন তিনি পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন? এই নিয়ে চূড়ান্ত কটাক্ষ করেছেন রাহুল গান্ধী৷ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইট করে জানিয়েছেন, ‘‘বন্ধুত্বের প্রত্যাখ্যান কোনভাবেই করা যায় না৷ যাদের প্রয়োজন সেই সমস্ত দেশে ভারত অবশ্যই সাহায্য করবে৷ তাই বলে এইভাবে হুমকি দেওয়া কখনোই কাঙ্ক্ষিত নয়৷ তবে ভারত প্রথমে ভারতীয়দের জন্য জীবনদায়ী ওষুধ যথেষ্ট পরিমাণে রেখে বাকিদের সরবরাহ করবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *