Aajbikel

সম্মতি দিলেন রাষ্ট্রপতিও, নতুন প্রধান বিচারপতির শপথ আগামী মাসেই

 | 
Supreme Court

নয়াদিল্লি: দেশের ৫০ তম প্রধান বিচারপতি হতে চলেছেন ডিওয়াই চন্দ্রচূড়। এমনটা আগেই জানা গিয়েছিল। বর্তমান প্রধান বিচারপতি ইউ ইউ ললিত নিজেই তাঁর নাম সুপারিশ করেছিলেন। তাঁর মেয়াদকাল শেষ হচ্ছে আগামী ৮ নভেম্বর। সোমবার ডিওয়াই চন্দ্রচূড়কে এই পদে মনোনীত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ৯ নভেম্বর দেশের প্রধান বিচারপতি পদে শপথ নেবেন বিচারপতি চন্দ্রচূড়। এর আগে তাঁর বাবা ওয়াই ভি চন্দ্রচূড়ও দেশের প্রধান বিচারপতির পদে ছিলেন।

আরও পড়ুন- পার্থর ফোনে মানিকের নম্বর সেভ ছিল ‘মানিক ভট্টাচার্য ল’ নামে! চার্জশিটে জানাল ইডি

ডিওয়াই চন্দ্রচূড় ১৯৯৮ সালে ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০১৩ সালে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছিলেন। পরে তিনি বোম্বে হাইকোর্টেও নিযুক্ত হন। শেষে ২০১৬ সালে শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে উন্নীত হন তিনি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে ডিওয়াই চন্দ্রচূড়ের মেয়াদ পূর্ণ হবে ২০২৪ সালের ১০ নভেম্বর।

এদিকে বর্তমান প্রধান বিচারপতি ইউ ইউ ললিত ১৯৮৩ সাল থেকে আইনজীবী হিসেবে নিজের কাজ শুরু করেন। প্রায় দু'বছর বোম্বে হাইকোর্টে অনুশীলন সারার পর নয়াদিল্লি চলে আসেন তিনি এবং ২০০৪ সালের এপ্রিল মাস থেকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে দায়িত্ব সামলানো শুরু করেন। ২০১৪ সালে ললিতকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছিল। উল্লেখ্য, প্রধান বিচারপতি হিসেবে কাজ শুরুর প্রথম দিনেই রেকর্ড গড়েছিলেন বিচারপতি ললিত। একদিনে মোট পাঁচশোর কাছাকাছি মামলার নিষ্পত্তি হয়েছিল সুপ্রিম কোর্টে।

Around The Web

Trending News

You May like