দিল্লিতে সরকার গঠনের প্রস্তুতি, ফল প্রকাশের আগেই বিরোধী দলের বৈঠক

নয়াদিল্লি: লোকসভা নির্বাচন শেষ হতে আর মাত্র দুটি দফা বাকি৷ সকলেরই নজর এখন ২৩ তারিখের দিকে। কে কত আসন পায় তার উপর নির্ভর করছে বহু অঙ্ক৷ নতুন করে তৈরি হচ্ছে রাজনীতিক সমীকরণ৷ সেই সমীকরণে নয়া মাত্রা জুড়ল রাহুল-চন্দ্রবাবু বৈঠক৷ আজ, বুধবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। আগামী ২১ মে

দিল্লিতে সরকার গঠনের প্রস্তুতি, ফল প্রকাশের আগেই বিরোধী দলের বৈঠক

নয়াদিল্লি: লোকসভা নির্বাচন শেষ হতে আর মাত্র দুটি দফা বাকি৷ সকলেরই নজর এখন ২৩ তারিখের দিকে। কে কত আসন পায় তার উপর নির্ভর করছে বহু অঙ্ক৷ নতুন করে তৈরি হচ্ছে রাজনীতিক সমীকরণ৷ সেই সমীকরণে নয়া মাত্রা জুড়ল রাহুল-চন্দ্রবাবু বৈঠক৷

আজ, বুধবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। আগামী ২১ মে বিরোধীদের একটি বৈঠকে বসার বিষয়েই পরিকল্পনা হয়। নির্বাচনের ফল প্রকাশের দুদিন আগে এই বৈঠকে নির্বাচন পরবর্তী জোট বিষয়ে আলোচনা হবে। এরাজ্যে তৃণমূলের জনসভায় যোগ দেওয়ার আগে এই বৈঠকে বসেন চন্দ্রবাবু নায়ডু। দুজনের মধ্যে ভিভিপ্যাট ইস্যু, লোকসভা নির্বাচনের এপর্যন্ত হওয়া পাঁচ দফায় ভোটদানের হার, অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন সংক্রান্ত ব্যাপারেও রাহুল, চন্দ্রবাবু কথা হয়েছে বলে সূত্রের দাবি। নির্বাচন পরবর্তী কী পরিস্থিতি হতে পারে, তা নিয়ে মতামত বিনিময় করেছেন, ভোটের ফল বেরনোর পর জোট গঠনের প্রক্রিয়া নিয়েও কথা হয়। ২১ মে বিরোধী দলগুলির বৈঠক ডাকার ব্যাপারে তাঁরা একমত হয়েছেন।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে তৃণমূলের জনসভায় ভাষণ দেবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ বৈঠক করবেন মমতার সঙ্গেও।
বিরোধী দলগুলির অন্তত ৫০ শতাংশ ইভিএমের ভিভিপ্যাট পরীক্ষা করে দেখার দাবি সুপ্রিম কোর্ট খারিজ করার পর সেই রায় খতিয়ে দেখার জন্য যে আবেদন করা করেছে, তা নিয়ে সর্বোচ্চ আদালতে শুনানিতে হাজির থাকতে রাজধানীতে এসেছিলেন চন্দ্রবাবু। শীর্ষ আদালতে আবেদন নাকচ হওয়ার পরও বিরোধীরা নির্বাচন কমিশনে গিয়ে ৫০ শতাংশ ইভিএম পরীক্ষার দাবি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 8 =