বিশ্বভারতীতে তাণ্ডবের প্রতিবাদে দিল্লিতে মোমবাতি মিছিলের প্রস্তুতি

বিশ্বভারতীতে তাণ্ডবের প্রতিবাদে দিল্লিতে মোমবাতি মিছিলের প্রস্তুতি

5a89241a6514d8efbb9dc1964e2a43a8

নয়াদিল্লি: বিশ্বভারতীতে তাণ্ডবের প্রতিবাদে আজ সন্ধ্যায় দিল্লিতে মোমবাতি মিছিল করবেন প্রবাসী বাঙালিরা৷ ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ মামলা সম্পর্কিত যাবতীয় নথি জেলা প্রশাসন ও পুলিশের থেকে চেয়ে পাঠিয়েছে ইডি৷ যদিও বুধবার রাত পর্যন্ত কোনও নথি ইডির হাতে আসেনি বলে সূত্র এর খবর৷

বিশ্বভারতীর পাঁচিল ভাঙা নিয়ে জেলা প্রশাসনের ডাকা বৈঠকে হাজির থাকেনি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ৷ যদিও পড়ুয়া, ব্যাবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন এই বৈঠকে৷ বিশ্বভারতীর ঘটনা নিয়ে হস্তক্ষেপ করেছেন বাঁকুড়ার সংসদ ও বিজেপি নেতা সুভাষ সরকার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে সমস্যা মেটানো আর্জি জানিয়েছেন তিনি৷

এদিকে, বুধবার বিজেপির রাজ্য দফতর থেকে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি পর্যন্ত মিছিল বের করে যুব মোর্চা৷ মিছিল থেকে মোর্চা সভাপতি সৌমিত্র খান সহ কয়েক জনকে আটক করা হয়৷ যদিও পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়৷ এবার রাজধানীর বুকে মোমবাতি মিছিলের প্রস্তুতি ঘিরে তুঙ্গে বিতর্ক৷ যদিও, আহওয়ার উপর নির্ভর করছে মিছিলের ভবিষ্যৎ৷ কেননা, আজ দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি চলছে৷ ফলে, খারাপ আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে মিছিল বাতিল হওয়ার সম্ভবা থাকছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *