রায়পুর: চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের পরই করোনা যোদ্ধা হিসেবে যাঁদের স্থান প্রথম সারিতে রাখা হয়েছে তাঁরা হলেন পুলিশ। করোনা পরিস্থিতির সেই প্রথম দিন থেকেই তাঁরা রাস্তায় নেমে নিজেদের কর্তব্য পালন করে চলেছেন৷ এবার দেখা গেল এক মহিলা পুলিশ গর্ভবতী অবস্থাতেও নিজের ডিউটি পালন করে চলেছেন৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি৷ এমনই একটি ভিডিও মঙ্গলবার সকাল থেকে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে মহিলাকে কুর্নিশ জানাচ্ছেন আট থেকে আশি সকলেই৷
ভিডিওয় দেখা যাচ্ছে, এই প্রখর দাবদাহের মধ্যেই রোদ, গরমকে উপেক্ষা করে ব্যস্ত রাস্তার মোড়ে লাঠি হাতে দাঁড়িয়ে কর্তব্য পালন করে চলেছেন মহিলা। এই কাজ তিনি করে চলেছেন গর্ভবতী অবস্থায়৷ সেই অবস্থাতেই তিনি করোনা মোকাবিলার যাবতীয় নিয়ম মেনে, নিজেকে সুরক্ষিত রেখে মানুষকে বোঝাতে রাস্তায় নেমেছেন। সকলকে করোনা বিধি মেনে চলার জন্য অনুরোধ করছেন৷ রাস্তা দিয়ে ছুটে চলা গাড়িগুলিকে কখনও থামিয়ে করোনা বিধি মানার উপদেশ দিচ্ছেন। আবার কখনও করোনা বিধি না মেনে কেন তাঁরা রাস্তায় বেরিয়েছেন, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন।
যে মহিলাকে ভিডিওতে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে পথচারীদের করোনা বিধি মানার অনুরোধ করতে দেখা যাচ্ছে, তিনি ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকা বস্তার ডিভিশনের দান্তেওয়াড়ার ডেপুটি পুলিশ সুপার শিল্পা সাহু। এদিন ভাইরাল হওয়া ভিডিওতে ডেপুটি সুপার শিল্পাকে দেখা যাচ্ছে, প্রখর রোদে মাঝ-রাস্তায় দাঁড়িয়ে ট্র্যাফিক সামলাচ্ছেন তিনি। একে একে পথচলতি মানুষকে ডেকে করোনা মোকাবিলার বিধি বলে দিচ্ছেন। কোনও নারী অন্তঃস্বত্তা হলে যেখানে, বাড়ির বাইরে সাধারণ সময়েই বেরোতে ভয় পান, সেখানে বস্তারের এই পুলিশ আধিকারিকের কর্তব্যবোধ তাঁকে সাধারণের নজরে শ্রদ্ধার আসনে বসিয়ে দিয়েছে। তাই এই ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে সময় লাগেনি৷ লাইক এবং কমেন্টেরও বন্যা বয়ে গিয়েছে৷ সকলেই তাঁর দায়িত্ববোধকে কুর্ণিশ জানিয়েছেন৷ তবে অনেকেরই মত, যদি মানুষ নিজেদের দায়িত্ব ঠিকঠাক বুঝতে পারত, তাহলে এই পরিস্থিতি হত না৷
तस्वीर दंतेवाड़ा DSP शिल्पा साहू की है
शिल्पा गर्भावस्था के दौरान भी चिलचिलाती धूप में अपनी टीम के साथ सड़कों पर मुस्तैदी से तैनात हैं और लोगों से लॉक डाउन का पालन करने की अपील कर रही हैं.#CGPolice #StayHomeStaySafe pic.twitter.com/SIsZdAvuOW— Dipanshu Kabra (@ipskabra) April 20, 2021