মমতার জয়ের লক্ষ্যে ১ লাখ যুবক নিয়োগ করছে প্রশান্তের সংস্থা

কলকাতা: আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের রণকৌশল কী হবে তা নিয়ে জোরকদমে কাজ শুরু করে দিয়েছেন প্রশান্ত কিশোর৷ বিধানসভায় মমতার জয় অব্যাহত রাখতে দলের সাংসদদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর এবার বৃহস্পতিবার নবান্নে টানা এক ঘণ্টা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর৷ এই দিয়ে তৃতীয় বারের জন্য নবান্নে রুদ্ধদ্বার বৈঠক করলেন ‘ভোট-গুরু’৷ কিন্তু, কী নিয়ে

মমতার জয়ের লক্ষ্যে ১ লাখ যুবক নিয়োগ করছে প্রশান্তের সংস্থা

কলকাতা: আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের রণকৌশল কী হবে তা নিয়ে জোরকদমে কাজ শুরু করে দিয়েছেন প্রশান্ত কিশোর৷ বিধানসভায় মমতার জয় অব্যাহত রাখতে দলের সাংসদদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর এবার বৃহস্পতিবার নবান্নে টানা এক ঘণ্টা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর৷ এই দিয়ে তৃতীয় বারের জন্য নবান্নে রুদ্ধদ্বার বৈঠক করলেন ‘ভোট-গুরু’৷ কিন্তু, কী নিয়ে হল বৈঠক, শত চেষ্টার পরও মেলেনি কোনও উত্তর৷ জানা গিয়েছে, ২০২১-এ মমতার জন্য লক্ষ যুবর টার্গেট নিয়ে টিম বানাচ্ছেন প্রশান্ত

সূত্রের খবর, গত ৬ জুন তৃণমূলকে জেতানোর চুক্তির পরেই রাজ্যে কাজ শুরু করে দিয়েছে প্রশান্তের সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি৷ অনেকেই মনে করছেন, নবান্নে তৈরি হওয়া গ্রিভান্স সেল ও দলের দুর্নীতি সাফাই অভিযানও নাকি প্রশান্তের মস্তিষ্কপ্রসূত! তবে, তা স্পষ্ট জানা না গেলেও ২০২১-এর লক্ষ্যে ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করেছে প্রশান্তের সংস্থা৷ প্রশান্তর সংস্থা ইতিমধ্যেই পরিশ্রমী, কর্মঠ ও শিক্ষিত যুবক-যুবতীদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করাতে ১ লক্ষ সদস্য সংগ্রহ অভিযানে নেমেছেন৷ যার পোশাকি নাম, ইউথ ইন পলিটিক্স৷

মমতার জয়ের লক্ষ্যে ১ লাখ যুবক নিয়োগ করছে প্রশান্তের সংস্থাসূত্রের খবর, এক লক্ষ যুবক-যুবতীর টিম তৈরি করে তাঁদের সক্রিয় রাজনীতিতে নিয়ে আসা এখন পাখির চোখ প্রশান্তের৷ আগ্রহী যুবক-যুবতীদের রাজনীতিতে আসার অনুরোধ জানিয়ে তাঁদের সঙ্গে যোগাযোগ করার বার্তা ছড়িয়েছে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ চলছে দেদার প্রচার৷ দলে যোগদানের জন্য নাম নথিভুক্ত করে পাঠানো হচ্ছে একটি লিঙ্ক৷ সেখানে থাকছে একটি ফর্ম৷ তা পূরণ করলে পাওয়া যাবে একটি আইডি৷ তারপর সেখান থেকে বেছে নেওয়া হবে প্রশান্তের যুব টিমে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 20 =